নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশার নীলাচলে ভাসাই ভেলা

বাংলার শিশু

Changing The Face Can Change Nothing But Facing The Change Can Change Everything

বাংলার শিশু › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি নিয়ে জঙ্গলি চিন্তা

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬


বাংলাদেশে কি পাকিস্তানের মতো Terrorist Attack হয়? ওখানে ঘোরার জন্য নিরাপত্তা কেমন?
নেপালে এসে বেশ কয়েকবার এই সব প্রশ্নের সম্মুখীন হয়েছি।

সম্প্রতি ভ্রমণের জন্য বাংলাদেশকে ১৪তম বিপজ্জনক দেশ হিসেবে হিসেবে স্থান দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ (ডব্লিউইএফ)। বিপজ্জনক দেশ হিসেবে ক্রমানুসারে রয়েছে কলম্বিয়া, ইয়েমেন, এলসালভাদর, পাকিস্তান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, মিসর, কেনিয়া, হন্ডুরাস, ইউক্রেন, ফিলিপাইন ও মালি। বাংলাদেশের পর রয়েছে চাদ।

জঙ্গিবাদী যে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম যোগ হয়েছে, সেগুলোর অবস্থা আর বাংলাদেশ কি এক !!!
কেন সেই লিস্টে বাংলাদেশের নাম? কে বা কারা লাভবান হয় এতে?
সরকার এবং মিডিয়া কি সচেতন প্রচারণা করা উচিত নয়?


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালী জাতির যে ধরণের মানসিকতা একে আজকের পৃথিবীতে জংগী বলা ঠিক হবে না; তবে, আরবেরা ও পাকীরা জংগী কিনা?

বাংলাদেশে বহু মানুষ আরব ও পাকীদের মতো

২| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

কানিজ রিনা বলেছেন: পাকিস্তান,আরব যে লাউ সেই কদু। দুনোদেশ
আমেরিকার হাতের পুতুল। ধন্যবাদ।

৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২৪

ডঃ এম এ আলী বলেছেন: নীচের তালিকাটি একটু দেখে নিন
বাংলাদেশ তালিকাটির ৭৯ নম্বরে আছে
MOST DANGEROUS COUNTRIES IN THE WORLD

Editor’s note: Please don’t be put off from seeing the world. Travelling is the best way to open your eyes to other people’s experiences. If you want to see more of the world but don’t know where to start, start here.

RANK COUNTRY SCORE
1 Syria 3.814
2 Afghanistan 3.567
3 Iraq 3.556
4 South Sudan 3.524
5 Yemen 3.412
6 Somalia 3.387
7 Libya 3.328
8 Central African Republic 3.213
9 Sudan 3.213
10 Ukraine 3.184
11 Democratic Republic of the Congo 3.061
12 Pakistan 3.058
13 Russia 3.047
14 North Korea 2.967
15 Nigeria 2.849
16 Lebanon 2.782
17 Colombia 2.777
18 Turkey 2.777
19 Palestine 2.774
20 Israel 2.707
21 Venezuela 2.652
22 Mexico 2.646
23 Burundi 2.641
24 Mali 2.596
25 Egypt 2.583
26 Philippines 2.555
27 India 2.541
28 Eritrea 2.505
29 Chad 2.495
30 Ethiopia 2.477
31 Saudi Arabia 2.474
32 Azerbaijan 2.426
33 Bahrain 2.404
34 Cameroon 2.390
35 Iran 2.364
36 Mauritania 2.355
37 Zimbabwe 2.352
38 Niger 2.343
39 Kenya 2.336
40 Republic of the Congo 2.334
41 South Africa 2.324
42 Guinea-Bissau 2.309
43 Cote d' Ivoire 2.307
44 Thailand 2.286
45 Turkmenistan 2.270
46 Tajikistan 2.263
47 Guatemala 2.245
48 China 2.242
49 El Salvador 2.239
50 United States of America 2.232
51 Rwanda 2.227
52 Armenia 2.220
53 Kyrgyz Republic 2.216
54 The Gambia 2.211
55 Algeria 2.201
56 Brazil 2.199
57 Djibouti 2.196
58 Honduras 2.185
59 Uganda 2.182
60 Myanmar 2.179
61 Belarus 2.141
62 Macedonia (FYR) 2.133
63 Uzbekistan 2.132
64 Angola 2.116
65 Dominican Republic 2.114
66 Papua New Guinea 2.095
67 Trinidad and Tobago 2.095
68 Guinea 2.089
69 Jordan 2.087
70 Georgia 2.084
71 Nepal 2.080
72 Jamaica 2.072
73 Burkina Faso 2.070
74 Lesotho 2.066
75 Cambodia 2.065
76 Cuba 2.056
77 Gabon 2.052
78 Bolivia 2.045
79 Bangladesh 2.035
80 Bosnia and Herzegovina 2.035
81 Haiti 2.026
82 Liberia 2.023

বাংলাদেশ তালিকাটির ৭৯ নম্বরে আছে
http://www.atlasandboots.com/most-dangerous-countries-in-the-world-ranked/

৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ (ডব্লিউইএফ)। ডব্লিউইএফ) এর প্রতিবেদনে safety and security এর ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের অবস্থান ১৪১টি দেশের মধ্যে ১১৫ নং অবস্থানে , নীচের দেখা যেতে পারে ।
http://www3.weforum.org/docs/TT15/WEF_Global_Travel&Tourism_Report_2015.pdf


জাতীয় গুরুত্বপুর্ণ বিষয় বিধায় বিষয়টি বেশ সেনসেটিভ, তাই একটু সার্চ করে দেখলাম , আপনি যদি আপনার তথ্যের বিষয়ে লিংকটা দিতে পারেন তাহলে বিষয়টা ভাল করে দেখা যেত ।
বিষয়টি নিয়ে একেক জায়গায় একেক রকম তথ্য দেখা যায় ।

৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একটা মহল বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গি দেশ হিসেবে প্রকাশ করতে দারুণভাবে চক্রান্ত করছে তা দিনদিন স্পষ্ট হয়ে উঠছে!!!

ড. এম এ আলী ভাইয়ের মন্তব্যে কৃতজ্ঞতা রইল সত্যতা জানানোর জন্য।

গাজী ভাইয়ের মন্তব্য অস্বীকার করার কোন কায়দা নেই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.