নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষার অবসান হলে পরে

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

ফের হবে দেখা
তার সাথে
কোন এক রাত জাগা ভোরে।
কত অজস্র নির্ঘুম
রাত্রির পরে;
হয়ত আসবে সে,
কোন এক
ঘুম পাড়ানীর বেশে;
তার হাতে থাকবে না কোন
সোনা- রুপোর কাঠি;
বরং থাকবে দু'টো
বড়ই পাতা তার হাতে।
তাকে উপহার হিসেবে দেব,
জমানো কথার ফুলঝুড়ি;
জমানো অশ্রুকণা দিয়ে
ভিজিয়ে।
তারে শুধাব,
অনেক'ত লুকোচুরি হল
এইবার তবে তোমার- এ
খেলা বন্ধ কর!
সে মৃদু হেসে,
আলতো করে,আমার চোখে
দু'টো বড়ই পাতা ছোঁয়াবে।
ফের আমাদের
পথ চলা শুরু হবে;
অন্তহীনের পথে......

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: বরই পাতার ব্যাপারটা ইন্টারেস্টিং । প্রশ্ন জাগছে বরই পাতা কেনো ?!!

কবিতা ভাল লেগেছে ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

ধ্রুবক আলো বলেছেন: বড়ই পাতা ছোয়াবে.,,,
বেশ ভালো লাগলো ....

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

ফারহানা শারমিন বলেছেন: @কথাকথিকেথিকথন,সেই ছোটবেলা থেকে কাছের মানুষদের দেখে এসেছি মৃত ব্যক্তির চোখে বড়ই পাতা দিতে।
কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল।ভাল থাকবেন।শুভ কামনা রইল।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ফারহানা শারমিন বলেছেন: @ধ্রুবক আলো,ধন্যবাদ,আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভ কামনা রইল।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
শুভ কামনা রইল।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।আপনার জন্যেও শুভ কামনা রইল।ভাল থাকবেন।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তর জন্য নিচের ছবি দেখুন......
এভাবে দিবেন,তাহলে যাকে দিবেন তার কাছে নোটিফিকেশন যাবে আর
অন্য ব্লগ পড়বেন এবং মন্তব্য করবেন।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছুঁইয়ে বড়ই পাতা
গরম জলের স্নানে পুত: হয়ে..
ফের আমাদের
পথ চলা শুরু হবে;
অনন্তহীনের পথে.....

দারুন স্বপ্ন! অন্তহীন চক্রে চূড়ান্ত যাত্রার ভিন্নরকম আবেশ!

+++

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল। ভাল থাকবেন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: হুম বুঝতে পারলাম । এখন মনে হচ্ছে কবিতাটি বেদনার, আফটার লাইফে যাওয়ার আকুতি, যেখানে প্রিয়জন আগেই চলে গিয়েছে।

'তার হাতে থাকবে না কোন
সোনা- রুপোর কাঠি;
বরং থাকবে দু'টো
বড়ই পাতা তার হাতে।'- এই স্তবকে শেষের 'তার হাতে' শব্দটা না দিলেও চলতো মনে হয় । তবে লেখকের ইচ্ছেই চূড়ান্ত !

আপনার জন্যও শুভ কামনা ।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: ফের আমাদের
পথ চলা শুরু হবে;
অনন্তহীনের পথে......
-- খুব ভাল লাগলো কবিতার শেষের এ অভিব্যক্তিটুকু, তবে অনন্তহীনের কথাটা অন্তহীনের হবে।
আর শিরোনামের প্রতিক্ষার বানানটির শুদ্ধ রূপঃ প্রতীক্ষার

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৭

ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ভুলগুলো শুধরে নিয়েছি।শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.