নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
ছবি:ইন্টারনেট
তার শবটা রাখা হয়েছিল
উঠোনের এক কোণে।
যেন,শোষবারের মত
তাকে দেখতে পায়
জনে জনে।
আত্বীয়-স্বজন,পাড়া-প্রতিবেশী
সবাই এসেছিল একে একে;
তাকে হ্রদয় নিংড়ানো ভালবাসা
দিয়ে
শেষ বিদায়টুকু জানাতে।
আর, অবাক হয়ে দেখছিল
সেই অমলিন হাসি,
এখনও রয়ে গেছে তাঁর ঠোঁটের
এক কোণে।
তাকে দেখে মনে হচ্ছিল,
মৃত্যূ নয়,
সেই আলিঙ্গন করেছিল
মৃত্যূকে।
এই নিষ্ঠুর পৃথিবীতে
যখন সবাই নিয়েছিল
নিজেদের হাত দুটি গুটে।
তখন একমাত্র মৃত্যূই
কাছে টেনেছিল
সেই বিরহিণীকে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫
ফারহানা শারমিন বলেছেন: এত সুন্দর একটা মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা রইল।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩
নেয়ামুল নাহিদ বলেছেন: মৃত্যূ ভালবেসেছিল তাকে...
সবটাই চমৎকার
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬
ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ।শুভ কামনা রইল।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
হ্রদয় < হৃদয়।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ ভাই।কী বোড এ সমস্যা করছে খুব। অনেক চেষ্টা করেছি।পরে নিরুপায় হয়ে হ্রদয় লিখেছি।এই যে এখন রেফ দিতে পারছিনা দেখে বোড লিখতে হয়েছে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন:
আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।
৬| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:১১
ফারহানা শারমিন বলেছেন: ধন্যবাদ। শুব কামনা রইল।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৩
খায়রুল আহসান বলেছেন: আমাদের দেহ থেকে রূহ চলে গেলে আত্মাহীন দেহ আর গৃহের কোন কোণে ঠাঁই পায় না। মৃতদেহ এনে রাখা হয় উঠোনে কিংবা বসতবাটির কোন প্রাঙ্গণে। আমরা নামহীন হয়ে যাই, আমাদের ডাকা হয় শব, মৃতদেহ, মরদেহ, ডেডবডি ইত্যাদি নামে।
এজন্যেই, প্রাণহীন দেহ যতই দ্রুত ক্ববরস্থ করা যায়, ততই মঙ্গল। অন্ততঃ মাটির কোলে তার ঠাঁই হয় চিরকালের মত। তাই সেখানেই তার যাওয়া উচিত, যত দ্রুত সম্ভব। শোক সন্তাপ একদিন মিলিয়ে যায় ইথারে, কর্পূর যেভাবে উবে যায় বাতাসে!
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়লাম।
সত্যিই মনে হয় কোনো একসময় মৃত্যু নয়, মানুষই ছোটে যায় মৃত্যুর কাছে। যেখানে ভালোবাসা নেই, সেখানে মৃত্যু সখ্যতা পায় মানুষের কাছে।