নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
মানুষ রাগলে কি করে? অনেকে অনেক কিছু করে। আমি লিখি। প্রচুর লিখি। অথবা স্কুলের অসমাপ্ত কাজগুলি করি। যে কাজগুলি করার জন্যে আগে আমার দশজন মানুষের দরকার
হতো সে কাজ রাগের মাথায় আমি একাই করতে পারি। সেজন্যে দিন দিন আমাদের স্কুলের সুনাম ও ছড়াচ্ছে। আর লেখালেখিতে হাতও দিন দিন পাকা হচ্ছে। এমনও তো হতে পারে রাগের মাথায় একদিন খুব ভালো একটা গল্প লিখে ফেলতে পারি, আর সে গল্প কোন ভালো পরিচালকের হাতে ও পরতে পারে। তারপর কান চলচ্চিত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কারও জিততে পারে। অথবা আমদের স্কুলটা একদিন পৃথিবীর অন্যতম সেরা স্কুলের খাতায় নাম লিখাতে পারে।
অতএব, এই আপনি বা আপনার মতো দুই তিন জন শাঁকচুন্নিরা যারা আমাকে চেতাইতে চান তারা না আবার তখন চেতনা হারিয়ে ফেলেন। তাই বলছিলাম আর কি যে
অযথা এত পরিশ্রম কেন করবেন?
ভালো কথা একটা লেখা অনেকদিন ধরে পেন্ডিং ছিলো," কখন বুঝবেন আপনি ছোটলোক।"
যাই শেষ করে আসি।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১১
ফারহানা শারমিন বলেছেন: হি হি হি ভাই, লেখা অনেক জমে আছে। পোস্ট করার সময় পাই না। এটা রাগের মাথায় ফেইসবুকে পোস্ট দিয়েছিলাম। পরে মনে হলো সামু তে পোস্ট করে দিই, অন্তত পোস্টের সংখ্যা একটা বাড়বে
২| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
ফুয়াদের বাপ বলেছেন: রাগ করলে যদি আপনার কাছ থেকে ভালো লিখা পাই তবে রাগই ভালো।
রাগ তেতানোর জন্য যা যা করতে পারেন -
১. অত্যাধিক ঝাল কাঁচামরিচ চিবিয়ে খেতে পারেন।
২. বরের মাথায় ইচ্ছে করে একটা ডিম ফাঁটান।
৩. শীতের সকালে কারো শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে দিন।
৪. ট্রাফিক পুলিশের বাঁশি ধার করে বাজাতে পারেন
তারপর, ঠান্ডা মাথায় লিখা শুরু করুন।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩
ফারহানা শারমিন বলেছেন: ভালো তো! আপনার টোটকাগুলি একবার ট্রাই করে দেখতে হবে দেখছি।
৩| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫৪
জ্যাকেল বলেছেন: লিখলে মাত্র ১৯ পোস্ট কেন?
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫
ফারহানা শারমিন বলেছেন: ছোটবেলা থেকে কাগজে লেখার অভ্যেস।তাই অনেক লেখা জমে আছে। টাইপ করার সময় পাই না তাই পোস্টের সংখ্যা কম।
৪| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পোস্ট পড়েতো মনে হলো আপনি রেগে নেই ঝরঝরে আনন্দে আছেন!
পারেনও মানুষকে ঠকাতে কোথায় পোস্টটি পড়ে জানতে পারবো রাগলে কি করতে হয় কয়েকটা টুটকা ফোটকা, তাতো কিছুই মিললা না শুধু বললেন লিখতে। আরে কি লিখবো যদি লিখতেই না জানি!
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩১
ফারহানা শারমিন বলেছেন: তওবা। ঠকালাম কোথায়? সত্যিই রেগে ছিলাম। এই যে নেন টোটকা দিচ্ছি। রাগলে শরীরে প্রচুর এনার্জি চলে আসে এই কারণে মনে হয় কিছু একটা করে ফেলি কাউকে ধরে কিলাই, ঘুষাই। সব ভেঙে ফেলি। কিন্তু ঐ এনার্জি টা দিয়ে আপনার অনেক অসমাপ্ত কাজ করে ফেলেন দেখবেন এনার্জি শেষ হতে হতে রাগও কমে গেছে মনও ভালো হয়ে গেছে।ধরেন আমি দুই তলায় থাকি তিন তলায় থাকা মহিলা আমি রান্না করার সময় মাঝে মাঝে এত এত শব্দ করে যাতে আমার মাথা ফেটে যায়। কখনও কখনও উপর থেকে পানি ছেড়ে দেয় এডজাস্ট ফ্যান দিয়ে পড়ে আমার তরকারিগুলি নষ্ট হয়ে যায়। তখন আমার কি খান টাইপের গালি আসে মুখে। আমি গালি না দিয়ে লিখতে বসে যাই। স্কুলের প্রচুর কাজ পেন্ডিং থাকে, সেগুলি করি। মাথা ঠান্ডা হলে আবার রান্না করতে যাই।
৫| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: রাগলে আমি কি করি, সেটা না লিখে বরং আমি কী করিনা, তাই লিখি। রাগলে আমি কোন কিছু লিখি না। কারো সাথে কথা বলি না, জরুরি না হলে।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩২
ফারহানা শারমিন বলেছেন: ভালো তো ভালো না? আমারও তখন কথা বলতে কষ্ট হয়।
৬| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৯
রাফখাতা- অপু তানভীর বলেছেন: রাগ উঠলে আমি খাওয়া দাওয়া করি প্রচুর । এই জন্য বিছানার পাশে সব সময় খাবার থাকে । এই ধরন বাদাম, কিচমিচ আর চকলেট । আমার কাজ কর্মের জন্য অনলাইনে থাকতে হয় লম্বা সময় । এই রকনে অনলাইনে কোন কারণে কারো উপর মেজাজ গরম হলে আগে তার উপরেই রাগ ঝাড়তাম । পরে রাগ কমে গেলে মনে হত দুর এমন করা ঠিক হয় নি । এখন সেই কাজ করি না । কারো উপরে মেজাজ গরম হলে খাওয়া দাওয়া করি । পেট ভরে গেলে আবিস্কার করি যে যে পরিমান মেজাজ খারাপ ছিল সেটা আর নেই ।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
ফারহানা শারমিন বলেছেন: খুব ভালো তো! এমনিতেও পেট শান্তি তো দুনিয়া শান্তি।
৭| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
আমি রাগলে, কারো সাথে গন্ডগোল বাধাতে চাই।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
ফারহানা শারমিন বলেছেন: আমিও একসময় চাইতাম। এখন জানি যে লাভ নাই।
৮| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি খুব একটা রাগি না যার জন্য কোন কিছু লিখি না কেবল মন্তব্য করি।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৮
ফারহানা শারমিন বলেছেন: সামুতে তো মন্তব্য করাটাও একটা শিল্প। আমার তো এখানে মন্তব্য পড়তে খুব মজা লাগে।
৯| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩২
সৈকতসৈকত বলেছেন: " কখন বুঝবেন আপনি ছোটলোক।"
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯
ফারহানা শারমিন বলেছেন: ক্যাপশন টা সুন্দর না?
১০| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯
আহমেদ জী এস বলেছেন: ফারহানা শারমিন ,
রাগলে আমার খুব সিগ্রেট খেতে ইচ্ছে করে যাতে রাগগুলোকে ধুঁয়ো করে উড়িয়ে দিতে পারি। আর তা করলেই গিন্নী বলেন - সিগারেট খায় ছোটলোকেরা!
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪১
ফারহানা শারমিন বলেছেন: খুব মজা পেলাম। আর কিছু বললাম না।
১১| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: আমি রেগে গেলে মনে মনে কুৎসিত গালি দেই।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪২
ফারহানা শারমিন বলেছেন: খুব স্বাভাবিক।
১২| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৩
ইমরোজ৭৫ বলেছেন: বেশী রাগবেন না।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৪
ফারহানা শারমিন বলেছেন: জ্বি আচ্ছা। কিন্তু রাগের উপর তো আমাদের হাত থাকে না। রাগ কমানোর জন্যে কিছু পায়তারা করা যায়।
১৩| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো।
২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
ফারহানা শারমিন বলেছেন: দাগের মতো রাগের থেকেও দারুণ কিছু হয়।
১৪| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫০
বিষন্ন পথিক বলেছেন: সিরকেট খাই
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৩
ফারহানা শারমিন বলেছেন: নিজের ক্ষতি!
১৫| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাগ হোল শয়তানের কারসাজি। রাগের ব্যাপারে আমাদের মহানবী (সা) কি প্রতিকার দিয়েছেন সেটা দেখি;
রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তাই রাগের সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সুলায়মান ইবনু সুরাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দু’জন লোক গালাগাল করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন রাসুল (সা.) বললেন, ‘আমি এমন একটি দোয়া জানি, এই লোকটি তা পড়লে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে ‘আউজুবিল্লা-হি মিনাশ শায়তানির রাজিম’ তবে তার রাগ চলে যাবে।’ তখন সুলায়মান তাকে বলল, নবী রাসুল (সা.) বলেছেন, তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি?।’ (বোখারি ও মুসলিম)।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কাকে তোমরা অধিক শক্তিশালী মনে কর? তাঁরা উত্তর দিলেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দিতে পারে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সে-ই প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।’ (বুখারি, হাদিস নং-৫৬৮৪)
রাব্বুল আলামীন ইরশাদ করেন, ‘অতএব তোমাদের যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগমাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী, তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের পালনকর্তার ওপর ভরসা করে। যারা বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং ক্রোধান্বিত হয়েও ক্ষমা করে।’ (সুরা আশ-শুরা, আয়াত -৩৬, ৩৭)
১৬| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩১
ফারহানা শারমিন বলেছেন: আমার মধ্যে ক্ষমা করার মহৎ গুণটা নাই। মরার পরে খুব কষ্ট পেতে হবে জানি
১৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৮
মনিরা সুলতানা বলেছেন: রাগলে পাথর হয়ে যাই।
০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২
ফারহানা শারমিন বলেছেন: আই হাই কি বলেন?
১৮| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৩
প্রত্যাবর্তন@ বলেছেন: আমি হঠাৎ রেগে যাই, আবার চট করে রাগ পড়ে যায়।
২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭
ফারহানা শারমিন বলেছেন: খুব ভালো গুণ।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি ৫ বছরে মাত্র ১৯টি পোষ্ট করেছেন; আপনাকে রাগানোর দরকার!
কেহ কি করলে আপনি রাগেন?