নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

কখন, কিভাবে বুঝবেন আপনি ছোটলোক?

১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৬


মোশাররফ করিমের একটা নাটকের ডায়ালগ আমার খুব মনে ধরেছে , সেটা হচ্ছে গরিব ধনী হয় কিন্তু ছোটলোক কোনদিন বড়লোক হয় না। ধরেন আপনার জন্ম এক হতদরিদ্র পরিবারে।দু এক জায়গায় ছোটলোক বলে গালিও খেয়েছেন।আপনার মধ্যে জেদ চাপলো নিজের অবস্থানটার পরিবর্তন করার।কোমর বেঁধে পড়াশোনা করলেন ভালো রেজাল্ট করে পাশ করে, ভালো চাকরি জোগাড় করে, কোন এক ভদ্র পরিবারের মেয়েকে বিয়ে করলেন। বা যদি মেয়ে হয়ে থাকেন তো কোন বড়লোকের ছেলেকে বিয়ে করলেন। মনে মনে নিজেকে নিজে শাবাশ দিলেন। অথবা অন্য যে কোন উপায়ে ধনী হলেন।মনে মনে বললেন এইবার কে আমারে ছোটলোক ডাকতে আসে। কিন্তু আচমকা মাঝে মাঝে কেন জানি শব্দটা কানে আসে। মানুষের চেহারার এক্সপ্রেশন দেখে কেন জানি ঐ শব্দটা আপনার মস্তিষ্কে টেপ রেকর্ডারের মতো বাজতে থাকে।
এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে, তো লেখাটা আপনার জন্যে। পড়তে পারেন।
আার এমনটা যদি আপনার সাথেও নাও হয়ে থাকে তবু পড়েন। হাল্কা বিনোদন নিলেন দোষের তো কিছু নাই।

প্রথমত দারিদ্র্যতার সাথে ছোটলোকির কোন সম্পর্ক নেই। এটা অন্য কেইস।অনেক সময় গর্বেরও। আমার নানা দরিদ্র ছিলেন। কারণ উনি অসম্ভব রকম সৎ, ভালো এবং সহজ সরল মানুষ ছিলেন।
এখন আপনার কেইসে আসি, কখন কিভাবে বুঝবেন, আপনি ছোটলোক। কেন এখনও এই গালিটা আপনার পিছু ছাড়ছে না।

১/ এত কষ্ট করে পড়াশোনা করে, মাথার ঘাম পায়ে ফেলে,এত বড় অফিসার হয়েছেন, কিন্তু দেখেন ঘুষের টাকা পকেটে না আসলে চেয়ার থেকে নড়েন না। কেন বলেন তো? ঐ যে ছোটলোকি বেরাম।

২/স্বামী/ স্ত্রীর সাথে কথা বলতে গেলে আপনার কথা বলার প্রিয় বিষয়বস্তু হলো, শ্বশুরবাড়ির সম্পত্তি।

৩/ নিজের আত্মীয় স্বজন যত ইচ্ছা আসুক স্বামী / স্ত্রীর আত্মীয় স্বজনরা বাসায় বেড়াতে আসলে, শুধু বেড়াতে কেন? আপনার বাড়ির ত্রিসিমানায় আসলে আপনার মাথা খারাপ হয়ে যায়।
অনেক শ্বশুর শ্বাশুড়ি আছেন, মেয়ের শ্বশুর বাড়ির মানুষ আসলে সে কি আপ্যায়ন! ছেলের শ্বশুর বাড়ির কেউ আসলে ভালো খাবার তো দূরে থাক, ভদ্র ব্যবহার টা পর্যন্ত করেন নাা। উল্টো ঘর নোংরা হয়ে গেছে বলে বউকে খোঁচা দেন।

এমন কিছু ভাবিরা আছেন ননদ গেলে খুঁজে খুঁজে ভাঙ্গা বাটি নোংরা চামচে ননদকে খাবার পরিবেশন করেন। ছোটলোক বলেই কাজটা করতে পারেন।

৪/ কারো ব্যক্তিগত বিষয়ে অহেতুক, অপ্রয়োজনীয় নাক গলান।

৫/সারাদিন মানুষের গীবত করেন। অমুকে দেখেন তো কেমন করে হাঁটে, মনে হয় খোঁড়া। তমুকে চুল কাটলো কেন? ভাইয়ের বউ, ছেলের বউ হঠাৎ বছরে একবার যদি একটা এগারোশো টাকার জামাও পড়ে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। হঠাৎ যদি কোনদিন কানে দুল পরে কেন পড়ল কোত্থেকে আসলো, ছেলের কত টাকা শেষ করে দিলো, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে এমন একটা অবস্থা করবেন, বেচারি জীবনে দ্বিতীয় বার কানে দুল পরার সাহস দেখাবেনা। ভদ্রলোকের মেয়ে হলে মুখে কিছ বলবেনা। কিন্তু বাপের বাড়িতে গিয়ে কিন্তু ঠিকই বলবে কোন ছোটলোকের ঘরে বিয়ে দিছো? এখন তো ইন্টারনেটের যুগ। সুন্দর করে গুছিয়ে কোথাও পোস্ট ও দিতে পারে।


৬/ আপনার হাসপাতালে মৃত্যুশয্যায় থাকা রুগীকে এই টেস্ট, সেই টেস্ট দিয়ে ইচ্ছেমতো গালতে থাকেন। জানেন এইসবের কোন দরকার
নেই।তবুও আপনি এইসব ছোটলোকি গুলি করেন। শুধু ছোটলোক না আপনি মস্ত বড় শয়তান। খোদ শয়তান আপনার সাগরেদ।

৭/কারো মোবাইল দেখলে ঘাটতে মন চায়।আলমারি খুলে, ওয়ারড্রব খুলে দেখতে মন চায়।

৮/ অন্যের দূর্বলতা নিয়ে খোঁচা মেরে কথা বলতে ভালো লাগে।

৯/ফেইসবুকে সারাদিন হিরো আলাম, পরীমনি এদের নিয়া পোস্টাইতে থাকেন।

১০/ অন্যের লেখা চুরি করে নিজের লেখা বলে চালিয়ে দেন।

১১/ ফেইসবুকে লাইভে এসে এমন ঢং ঢাং করে জিবটারে এমন পেঁচায়ে পুঁচায়ে বাংলা বলেন, যে মন চায় আবার ভাষা আন্দোলনের ডাক দিই। আপনাদের মতো ফইন্নিদের থেকে বাংলা উদ্ধার করি।
আর আপনাদের জাফর ইকবালের প্রেত উপন্যাসের মতো জিজ্ঞেস করতে মন চায়, আপনাদের দাদা মানে আপনার বাবার বাবা যাদের আপনারা গ্র্যান্ডফাদার বলেন, কি করতেন?

১২/ বাপের বাড়িতে বেড়াতে আসছেন, ভাবি অনেক সেবা যত্ন করলো, খাওয়ালো দাওয়ালো ফুটুস করে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেলো ভাই ভাবিকে পায়ের জুতা বানিয়ে রেখেছে তাই এত্তো যত্ন। আপনি কি ভাবছেন এমনি এমনি কথাটা বেরিয়ে গেছে? উঁহু। বলবো?
ঐ যে ছোটলোকি বেরাম!

১৩/ পরিশ্রম করতে মন চায় না। মনে মনে হিসাব কষতে থাকেন কার থেকে কি নেয়া যায়।

১৪/ কারো উপকার করতে গেলে সাথে মোবাইলে ছবি তুলতে বা ভিডিও করতে ভুলেন না।

দেখেন আমার হাত এখন ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের ছোটলোকি শেষ হচ্ছে না।৷ আর লিখতে পারবো না বাবা।

উপরি উল্লেখিত কোন স্বভাবের সাথে কারো যদি কোন মিল পাওয়া যায়, তো

আঁই কিত্তাম? তুই হানিত সুবি মর গই।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৫

সোবুজ বলেছেন: ধনীরাই গড়পড়তা বেশি ছোটলোক।দরিদ্ররা ছোট লোক না গরিব লোক।নজরুলের সেই কবিতাটির কথা মনে করুন,হে দারিদ্র——-।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮

ফারহানা শারমিন বলেছেন: ধনী গরিব বলে কথা না, যার ছোটলোকি স্বভাব থাকবে। সেই ছোটলোক। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।

২| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: একজন একটা সার্ভিস কিনেছিলেন সেই ২০১৯ সালের মার্চ মাসে (২,৫০০ টাকার)। টাকা দেওয়ার কথা ছিলো মে মাসে। ২০২১ সালের ডিসেম্বরে এসে টাকাটা চাইলাম; চাওয়ার আগে জেনে নিলাম যে অর্থিক অবস্থা এখন ভালো আছে কি না।

সে বললো টাকার জন্য মরস ক্যারে? তারপর ফেসবুকে গিয়ে আমাকে ট্যাগ করে গরিব ধনী হয় কিন্তু ছোটলোক কোনদিন বড়লোক হয় না স্ট্যাটাস দিলো!

বুঝলাম না কিছু!

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪

ফারহানা শারমিন বলেছেন: উনি নিজের ফিরিস্তিই গাইছিলেন। আপনার সরল মন তা ধরতে পারেনি। এইসব ছোটলোকদের সহজে ছেড়ে দেবেন না। একহাত দেখে নেবেন। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৯

গরল বলেছেন: আরও কিছু নমুনা আমি দেখেছি যেমন, বাজারের ভেতরে গারি নিয়ে ঢুকবে এবং গারিতে বসে বসে বাজার করবে, ২ মিনিটের হাটা পথ গারি নিয়ে যাবে। বিয়ে বাড়িতে দেখবেন নিজের ময়লা হাত ধুয়ে সাবানটাই নোংরা করে দিবে। বেসিনে হাতমুখ ধুতে যেয়ে চারিদিকে পানি ছিটিয়ে নোংরা করবে, অনেকে আবার বেসিনে পা তুলে অযু করবে। চাকচিক্যময় বাড়ির টয়লেট নোংরা থাকবে বা খাটের নিচে ময়লা থাকবে।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৫

ফারহানা শারমিন বলেছেন: এই তালিকা সহজে শেষ হবার নয় দেখেছি। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সব ধরনের ছোট লোক হতে দুরে থাকি। তাই তাদের আগেই আসসালামুলাইকুম। B-)

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

ফারহানা শারমিন বলেছেন: খুব ভালো কাজ করেন। আপনি সৌভাগ্যবান। সবার ভাগ্য আপনার মতো হলে ভালো হতো!

৫| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৯

জোভান আহমেদ বলেছেন: রীতিমত “ছোট লোক” নিয়ে পিএইচডি করেছেন।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

ফারহানা শারমিন বলেছেন: কি আর করবো বলেন! মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

জ্যাকেল বলেছেন: হুমম, বুঝা গেল লিস্ট শেষ হইবার নহে। তবে ইহা এইভাবে প্রকাশ করা যায়।

আই কিত্তাম?

উত্তরঃ তুই পানিত ছুব দি মরি যা।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০০

ফারহানা শারমিন বলেছেন: হুম বুঝতে পারলাম। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গরিব হওয়া দোষের না কিন্তু ছোটলোক হওয়া দোষের। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩

ফারহানা শারমিন বলেছেন: গরিব হওয়া দোষের না কিন্তু ছোটলোক হওয়া দোষের।
আমার প্রিও একই কথা। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২১

জগতারন বলেছেন:
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
গরিব হওয়া দোষের না কিন্তু ছোটলোক হওয়া দোষের। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

সহমত !

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৪

ফারহানা শারমিন বলেছেন: মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট লোকে ছেয়ে গেছে দেশ।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৫

ফারহানা শারমিন বলেছেন: সত্যিই আফসোস হয়! মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৫

নতুন বলেছেন: যারা এমন কাজকাম করে তারা নিজেরাই বোঝেটা যে অন্য মানুষের সমস্যা হচ্চে।

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১

ফারহানা শারমিন বলেছেন: বুঝলে কি করতো না ভেবেছেন?

১১| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১

ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপু।

১২| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক্কেবারে ফুরাই ছোটলোকি ফোস্ট। আই আর খি খইত্তাম? B:-/

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৩

ফারহানা শারমিন বলেছেন: অনে ইক্কিনি বড়লোকি কতা কই যান।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: লেখনীর দুই একটা পয়েন্টের সাথে মিল থাকলেও বাকি সকল মন্তব্যদাতাদের মতোই মূল্যবান মন্তব্য প্রদান করে নিজেও ভালো মানুষদের কাতারে থাকার চেষ্টা করলাম ।
শান্তি পাচ্ছি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩

ফারহানা শারমিন বলেছেন: শান্তি পাচ্ছেন জেনে আমিও৷ শান্তি পেলাম।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৬

কবিতা ক্থ্য বলেছেন: আপনার উল্লেখিত সব গুনাবলীর সমাহার নিজের মাঝে খুজে পাই।
বিপ্লব স্পন্দিত চিত্তে তাই মনে হয় আমিও "ছোটলোক"।

ভলো থাকবেন।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৮

বিটপি বলেছেন: পয়সা হলেই ছোটলোক বড়লোক হয়ে যায়না। যমুনা গ্রুপের বাবুল আর বসুন্ধরার সাকিব - এরা এখনও ছোটলোকই রয়ে গেছে।

১৫ নং মন্তব্যে জাতির জনকের অবমাননা হয়েছে। রিপোর্ট করুন। অতি উতসাহী কেউ যাতে কবিতা তথ্যের নামে মামলা করে দেয়।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

রোবোট বলেছেন: সাহায্যমুলক পোস্ট

১৮| ০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: কু রিপুগুলো খুব সুন্দর করে লিখেছেন।

১৯| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৯

গেঁয়ো ভূত বলেছেন: আর একখান ছোটলোকি পোস্ট দেয়া যাবে ?

২০| ১১ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: পৃথিবীর কেউই ছোটলোক না সবাই বড়লোক। আসলে দৃষ্টিভংগী!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.