নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
এই যে খোকা
যাচ্ছো কোথা?
একটু করে থামো।
একটু বসো
আমার পাশে,
সবুজ শ্যামল
পুকুর পাড়ে।
এই যে আমি
মাটির ঢিবি
একদা ছিলাম
তোমারই যেন
প্রতিচ্ছবি।
তোমারই মতন ছোট্ট খোকা।
তারপর একে, একে
দূরন্ত কিশোর,
মাঝ বয়েসি, া
বুড়ো খোকা!
একদিন সব সাঙ্গ হলো
জীবন প্রদীপ নিভে গেলো।
সবাই মোরে একলা ঘরে
ঘুম পাড়িয়ে রেখে গেলো।
সেই থেকে আজ অবধি
একলা আমি শুয়ে আছি।
পথের পানে চেয়ে থাকি,
কেউ যদি মোর ঘরে আসে
হাত দুটি তুলে
মোনাজাত করে।
রহিম, রহমানের কাছে
মোর হয়ে যদি কেহো
ভিখ মাগে!
কিন্তু যে হায় এ সংসারে,
সকলেই একে একে
গিয়েছে মোরে ভুলে!
এই যে এই পুকুর পাড়ে
শুনেছি, মস্ত বড় হোটেল হবে।
নামি দামি মানুষেরা সব
আসবে যাবে।
বাইরে সবাই ঝা - চক চাক
দামি গাড়ি, দামি পোশাক।
ভেতরে সব একই
জানো?
ধনী, গরিব যারেই দেখো।
সবাই মোরা এক
আদমেরই সন্তান!
এই যে দেখো,
বেলা ফুরালো।
মা, বুঝি ঐ
ডাকতে এলো।
ভালো থেকো
ছোট্ট খোকা।
কালকে হঠাৎ
পুকুর পাড়ে
দেখতে যদি
না পাও মোরে।
ভেবে নিও
মিশে আছি এই পথেরই
ডালিম গাছে।
পাখ পাখালির
কলরবে।
সবুজ শ্যামল
বাংলাদেশে!
ছবি: ইন্টারনেট
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৫
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। প্লাসে কৃতজ্ঞতা।
২| ২০ শে জুলাই, ২০২২ রাত ৯:২০
শায়মা বলেছেন: সবাইকেই তো এক এক করে হারিয়ে যেতে হয় আপুনি।
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৬
ফারহানা শারমিন বলেছেন: সবাই হারায় বলে মনে হয় না।
৩| ২০ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পল্লী কবি জসিম উদ্দিনের কবর কবিতার
আদলে সুন্দর ও চিরন্তন কথকতা!
ভালো লেগেছে।
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৬
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। এই কবিতার পেছনের কাহিনিটা বলি। আমার শ্বশুড় নাড়ি ঢুকার পথে একটা পুকুর আছে। কয়েকদিন আগে বাড়িতে যাওয়ার সময় আমার ছেলে বলে উঠলো আমার দাদার বাবার কবর আছে এখানে। আমি এখানে আমার দাদার সাথে ঈদের দিন মোনাজাত করেছি। খুব অবাক হয়েছি। গত নয় বছরে আমি দেখিনি কখনো। কেউ বলেওনি আমাকে। একা কবর হওয়াতে কেউ তেমন যায় না হয়তো। আর কবরের তেমন চিহ্নও নেই মনে হয়। আাসার পর থেকে বারবার মনে হচ্ছিলো। আর দু একটা লাইন মাথায় ঘুরছিলো।যখন যে লাইন মাথায় আসছিলো, টাইপ করে রেখেছিলাম।
৪| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩১
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লেখনী!
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৬
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন?
৫| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:০৬
শেরজা তপন বলেছেন: দারুন ছন্দময় লেখনী। মুগ্ধ হলাম!
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৭
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।
৬| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এভাবে ছন্দ মিলিয়ে অঘোম সত্য নিয়ে লিখা খুব কঠিন।
মুগ্ধ হলাম পুরোপুরি।
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৭
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।
৭| ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: মানুষের এরকম জায়গা অনেক কে বুঝতে চায় না একটু বুঝলেই হিংসা বিদ্বেষ ভুল যাব
ভাল থাকবেন------------------
৮| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৮
ফারহানা শারমিন বলেছেন: ভালো বলেছেন। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।
৯| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:০২
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১০| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১৫
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১১| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৯:০০
অধীতি বলেছেন: বাহ! কি অনিন্দ্য!! + +
১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১৬
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।প্লাসে কৃতজ্ঞতা।
১২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এবং কবিতার পটভূমি জেনে ভালো লাগল। ছবিটা সুন্দর!
পোস্টে প্লাস। + +
১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১৮
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ছবিটা আমারও খুব পছন্দ। প্লাসে কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২২ রাত ৮:১৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ছন্দ হয়ে কিছু চিরন্তন কথা উঠে আসলো লেখায়।
ভালোলাগা ++