নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

ফারহানা শারমিন

আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি

ফারহানা শারমিন › বিস্তারিত পোস্টঃ

কিছু অগোছালো ভাবনা

০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯

নারী দিবস আসলে ব্লগ, ফেইসবুকে পোস্টের ধুম পরে যায়। এতে যে মেয়েটা যৌতুকের জন্যে নির্যাতিত হয়ে ধুকে ধুকে মরছে, বা যেই মা মরা মেয়েটাকে বড় ভাইরা সম্পদের জন্যে নির্যাতন করছে, বা যে মহিলাকে তার বর নিয়মিত নির্যাতন করছে, কারণ মেয়েটার যাওয়ার কোন যাওয়া জায়গা নেই। এমনকি বরের কাজের মেয়ের সাথে ইন্টারকোর্স করার ইচ্ছে হলে সে তার স্ত্রীকে বলছে তুমি বাইরে যাও আমরা একটু
সময় কাটাবো, বা ঐ যে এক মেয়েকে তার মা বাবা রাতের একটা বাজে তার স্বামী থেকে উদ্ধার করে আমাদের বাসায়এনেছিলো।যাকে কত মাস ধরে না জানি তার বর গায়ে কাপড় জড়াতে দেয়নি। তার যোনি পথে কিসব ঢালা হতো, আমি তখন অবিবাহিতা ছিলাম। ম্যাচিউরড কথাবার্তা এড়িয়ে যেতাম। মেয়েটা আমাদের বাসায় যে কয়দিন ছিলো। সে আমাকে কান্না করে বলতে চাইতো। আমি ভালো করে শুনিনি কখনো। সেই মেয়ে অনেক বছর পাগল ছিলো। তাকে নিয়ে শেকল পরিয়ে রাখা হতো। এদের মতো শত শত হাজার হাজার নারীর এসব দিবসে কি আসে যায়?
ভারতে আম্মাকে নিয়ে যখন শেষবার গেলাম, দেখলাম কত বড়ো বড়ো স্থান আছে। যেখানে একটা ক্যানসার রোগী বা একজন
অসহায় মানুষ তার অসহায়ত্বের কথা বলে আশ্রয় নিতে পারে।
আমাদের দেশে কেউ ধুকে ধুকে মরলেও কোন আশ্রয় নেই।
আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। একটু আশ্রয় খুঁজে বেরিয়েছি অনেক।এইসব দিবস আমার কোন কাজে আসেনি।
এইসব দিবসে গলা ফাটানো মানুষগুলিও আমার কোন কাজে আসেনি।
তাদের ফোন দিয়েও কোন হেল্প পাইনি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: বোন আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।
দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে গেছে। কিন্তু আমাদের মতো দরিদ্র দেশ গুলোতে নারীর উন্নতি হয়নি। নারীরা স্বাধীন নয়।
একটা মাস্টার্স পাশ করা মেয়ে চাকরির জন্য একা ইন্টারভিউ দিতে যেতে সাহস পায় না।

নারী পিছিয়ে থাকলে দেশ পিছিয়ে থাকবে। নারীরা হচ্ছে ধরনী। তাদের মাঝেই আমাদের বসবাস।
কাজেই নারীকে সম্মান করতে হবে। ভালোবাসতে হবে।

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১২

ফারহানা শারমিন বলেছেন: ভালো বলেছেন ভাই। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।

২| ০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



শুভ নারী দিবস।

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১২

ফারহানা শারমিন বলেছেন: শুভকামনা রইলো।

৩| ০৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



ঢাকায় কি প্রায়ই কিশোরী ও তরুণী কাজের মেয়েদের ঘরের পুরুদের সাথে ঘুমাতে হয়?

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪

ফারহানা শারমিন বলেছেন: আমি জানি না। ঢাকায় থাকি না।এমন তো হওয়ার কথা না।

৪| ০৮ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: ফেসবুক আবিষ্কারের আগে এইসব দিবসের কথা কোণদিন শুনি নাই।

নারীদের সবচেয়ে জরুরী হচ্ছে নিজেদের পায়ে দাড়ানোর চেষ্টা করা। নিজের পায়ের নীচে শক্ত ভিত না গড়ে কোন নারীরই বিয়ে করা উচিত না।

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৫

ফারহানা শারমিন বলেছেন: ভালো বলেছেন। কিন্তু অনেক পরিবারই বিষয়টা বুঝতে চায় না।

৫| ০৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:১২

শ্রাবণধারা বলেছেন: এ কথা সত্যি যে, যেখানে নারীদের জন্য নিরাপদ দেশ বা সমাজ আমরা গড়ে তুলতে পারিনি, সেখানে এসব দিবস পালন লোক দেখানো অকিঞ্চিৎকর বলে মনে হয়।

কিন্তু কিছু কদর্য বিষয়, কদর্য ভাবে উপাস্থাপন করে আপনি আপনার পোস্টটির মূল বক্তব্যকে ছোট করে ফেলেছেন। লেখাটির বিষয় বস্তু নারী দিবসের ভাবনা থেকে, হয়ে গেছে বিকৃতকামী পুরুষদের সম্পর্কে আপনার ভাবনা। এ ধরনের লেখা পড়লে মনে হয় কেউ হয়তো নিজের তৈরি নরকে নিজেই ঢুকে পরেছে, অথচ ভাবছে নরকটা আসলে বাইরে।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১২

ফারহানা শারমিন বলেছেন: আমার কোন দিবস আসলে চারিদিকে যখন পোস্ট, এটা সেটা চলতে থাকে, তখন মাথায় কথাগুলি ঘুরতে থাকে আপু। আমার তো তেমন একটা বাইরে বের হওয়া হয় না। আমার আব্বাকে হয়তো নিচের তলায় আব্বার চেম্বারে চা দিতে গেলাম। সেই সময়টাতেই এমন এমন কেইস দেখি অনেক সম বুক কেঁপে উঠে।আমাদের এলাকার বস্তিতে সম্ভবত অর্ধেক মহিলার যে কোন এক হাতের কব্জি ভাঙা। এই ভাঙা হাত নিয়ে যে হাত ভেঙেছে সেই স্বামীর সংসারই করে যাচ্ছে। অন্য কোথাও নিরাপদ মনে করছে না নিজেকে।
আরেক মেয়ের অবস্থা আরো করুণ, রড দিয়ে সম্ভবত জামাই মাথায় আঘাত করেছিলো।
যখন মাথা ব্যাথা করে তীব্র যন্ত্রণায় পাগলের মতো ছটফটায়!!! কিন্তু ঐ লোকেরই সংসার করে।
এদের কারোই এসব নারী দিবস দিয়ে কোন ফায়দা হয় না। কারো কাছে গেলে একটু আশ্রয় পাবে, একটু বাঁচার আশা করতে পারবে এমন কেউ বা কোন আশ্রয় নেই।
কয়দিন আগে শিশু দিবস গেলো, এতে যেসব পথশিশু আছে ওদের কি উপকার হলো?
ঐদিন ডাক্তারের কাছে যাওয়ার সময় দেখলাম একটা দুই তিন বছরের বাচ্চা ড্রেনের পাশে খেলছে। টুপ করে যদি পরে যায়, কারো কিছু যায় আসে না।
ফ্রিজের থেকে ছোট্ট গৃহকর্মীর লাশ বের করে আনে!!
কত কত শিশু নির্যাতনের শিকার হচ্ছে প্রতিদিন!!!
একদিন এক লোকের কথা শুনলাম বউ অনবরত নির্যাতন করে, উল্টো তার নামেই নারী নির্যাতনের মামলা দিয়েছে। কেইসে বউ এর পাল্লা ভারি। বেচারার কোন কুল কিনারা নাই।
অথচ দেশে পুরুষ দিবসও হয়!!

৬| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৩:০৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: নারীকে সম্মানের চোখে দেখে এমন পুরুষের সংখ্যা আশঙ্কাজনকহারে বেশ কম। এমনকি নারীকে সম্মান করলে অনেকে সেটাকে কটাক্ষও করে ইনডিরেক্টলি। এই অসম্মানই নারীকে দুর্বল ভেবে, শারীরিক-মানসিক প্রহারের বাসনা আনে, বিকৃত লালসা সৃষ্টি করে পুরুষের মনে এবং তা বাস্তবায়নের সুযোগ পেলে বাস্তব করে। পুরুষের মানসিক পরিবর্তন দরকার। নারীর শিক্ষিত ও নিজে স্বাবলম্বী হওয়া দরকার।

৭| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.