নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমিন

সারাদিন ঘুরে বেড়াতে ভালবাসি, ছবিটি শ্রীমঙ্গলে তোলা।জামদানি নিয়ে অনেক অনেক প্ল্যান আমার

রূপকথার শারমিন

খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতে।

রূপকথার শারমিন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে শাড়ির যত্ন করবেনঃ

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯

শাড়ীর যত্নঃ



শাড়ীর যত্নে নিচের সতর্কতা অবলম্বন করা যেতে পারে:



১)কাপড় রাখার স্থানটি শুকনো হওয়া আবশ্যক,নতুবা ছত্রাক সংক্রমনের ভয় থাকে।



২)ব্যবহৃত শাড়ী ৩ মাস অন্তর ও অব্যবহৃত শাড়ী ৬ মাস অন্তর বের করে ধুতে হবে।



৩)শাড়ীর ভাঁজে ন্যাপথলিন,কালোজিরা,নিমপাতা ইত্যাদি দিয়ে রাখুন, এতে পোকায় কাটবে না।



৪)আলমারি বা ট্রাংক যেখানেই শাড়ী রাখুন না কেন, তা যেন ফুটো না হয় নতুবা তেলাপোকা/ইদুরে কাটতে পারে শাড়ী।



৫)কাঠের আলমারি তে শাড়ী রাখলে তা মাঝে খেয়াল করতে হবে আলমারি ঘুণে ধরেছে কিনা, নতুবা শাড়ী কেটে যেতে পারে।



৬)স্টিলের আলমারিতে যেন মরিচা না পড়ে তাতে শাড়ী নষ্ট হয়।



৭)শাড়ী সঠিক নিয়মে ধুবেন।





৮)বাইরে থেকে এসে কিছুক্ষন বাতাসে রেখে শাড়ীর ঘাম শুকিয়ে নিন, নতুবা দাগ পড়তে পারে।



৯)শাড়ী রাখার আলমারি শাড়ী রাখার পূর্বে অবশ্যই ঝেড়ে মুছে নিবেন।



১০)মসলিন বা কাতান শাড়ীর ক্ষেত্রে অবশ্যই সাদা কাগজ ব্যবহার করবেন এবং ড্রাই ওয়াস না করে পলিশ বা কাঁটা ওয়াশ করানোই ভালো।



১১)সূতি শাড়ী ইস্ত্রি করে কিছুক্ষন বাতাসে রেখে তুলে রাখুন, অনেকদিনের জন্য রাখতে হলে মার এড়িয়ে যান।





১২)জর্জেট ও শিফন শাড়ী ধুয়ে পানি ঝরিয়ে নিন, চিপবেন না, ও শাড়ী রোল করে রাখুন, এবং অবশ্যই এই শাড়ীগুলোতে নিম পাতা বা কালো জিরা দিয়ে রাখুন।

ধন্যবাদ পড়ার জন্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.