নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমিন

সারাদিন ঘুরে বেড়াতে ভালবাসি, ছবিটি শ্রীমঙ্গলে তোলা।জামদানি নিয়ে অনেক অনেক প্ল্যান আমার

রূপকথার শারমিন

খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতে।

রূপকথার শারমিন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে সিল্ক শাড়ির যত্ন নিতে হয়

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

সিল্কের শাড়ির কিভাবে যত্ন নিতে হয় তা অনেকেই জানেন না। অ্যাজ বলব কিভাবে এর যত্ন নেয়া যায় কত উত্তম উপায়ে।



সিল্কের শাড়ি ধোয়াঃ



সিল্কের শাড়ি ধোয়া নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন । সিল্কের শাড়ি ড্রাই ক্লিন করতে পারলেই ভালো। বিশেষ করে পানিতে ক্লোরিনের মাত্রা বেশি থাকলে সিল্কের রং হলুদ হয়ে যেতে পারে।



# বেশিক্ষণ সিল্কের শাড়ি পানিতে ভিজিয়ে রাখবেন না।



# একবার সাবান পানিতে ডুবিয়েই সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন।



# সিল্কের শাড়ি খুব জোরে কাচবেন না।



# শুকনো করার সময় হালকা করে মুড়িয়ে পানি ঝরিয়ে নিন।



# খুব জোরে নিংড়াবেন না।



# কাচার পর ভালো করে সিল্কের শাড়ি ধুয়ে নিন।



# কারণ, ডিটারজেন্ট সিল্কের মসৃণভাব নষ্ট করে দিতে পারে। তারপর দুই লিটার পানিতে ১/৪ কাপ ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণে শাড়িটি একবার ধুয়ে নিন। এতে শাড়িতে কোনো ভিনেগার লেগে থাকলে উঠে যাবে।

শুকানো ও ইস্ত্রির উপায়ঃ

# কড়া রোদে সিল্কের কাপড় শুকাতে দেবেন না।



# তাহলে কাপড়ের রং নষ্ট হয়ে যাবে।



# লন্ড্রিতে সিল্কের শাড়ি ইস্ত্রি করতে দিলে সবচেয়ে ভালো হয়।



# বাড়িতে ইস্ত্রি করতে চাইলে অল্প ভেজা থাকতেই ইস্ত্রি করুন।



# শাড়ির উল্টোদিকে আয়রন করুন।

# শাড়ির পাড় বা আঁচলে মসলিন কাপড় বসিয়ে তারপর ইস্ত্রি করুন।



সংরক্ষনঃ



# প্লাস্টিকের প্যাকেটে সিল্কের শাড়ি স্টোর করবেন না। শাড়িতে ময়েশ্চার ধরে যাবে।



# স্যাঁতসেঁতে বা পোকামাকড় ভর্তি জায়গায় শাড়ি রাখবেন না।# ভারী কাজ করা সিল্কের শাড়ি হ্যাঙ্গারে না ঝুলিয়ে সোজা করে ভাঁজ করে রাখুন।



# সিল্কের শাড়ির মধ্যে ন্যাপথলিন রাখবেন না। এতে শাড়িতে ন্যাপথলিনের গন্ধ বসে যেতে পারে। এর পরিবর্তে দারুচিনি বা লবঙ্গ ব্যবহার করুন।



# মাঝেমধ্যে শাড়ির ভাঁজ বদলে নতুন করে ভাঁজ করে রাখুন।



# বছরে অন্তত একবার শাড়ি খোলা হাওয়ায় মেলে রাখুন।



** আপনার মূল্যবান পুরনো জামদানি শাড়ি গুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য বিশেষভাবে যত্বাবান ও সচেতন হতে হবে আপনাকে। দেরি না করে আজই আপনার আলমারিতে সংরক্ষণ করা সিল্কের শাড়িগুলো বের করে সঠিকভাবে সাজিয়ে রাখুন। বেশ যত্নের সঙ্গে শাড়িগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন। এ ক্ষেত্রে দামি শাড়িগুলোর গুরুত্ব বুঝে আলাদাভাবে রাখুন।



** আমাদের দেশের আবহাওয়ার আর্দ্রতা বেশি, ফলে কাপড়ে খুব সহজেই ফাঙ্গাস বা ছত্রাক আক্রান্ত করে।

এ থেকে মুক্তি পেতে হলে মাঝেমধ্যে কাপড় রোদে দেওয়া উচিত।

এ ছাড়া আপনার শাড়ি রাখার আলমারি প্রথমেই নিশ্ছিদ্র করতে হবে। যাতে সেখানে তেলাপোকা, ইঁদুর কিংবা অন্য কোনো পোকামাকড় ঢুকতে না পারে।

আপনার আলমারিটি যদি কাঠের হয় তাহলে অনেক সময় ঘুণপোকার আক্রমণ হতে পারে। ঘুণপোকা কাপড় কেটে ফেলে। এ ক্ষেত্রে স্পিরিট, বার্নিশ বা কেরোসিন দিয়ে আলমারির ভেতর মুছে দিলে পোকা ঢুকতে পারবে না।

আরো জানতে ভিজিট করুন

http:// http://www.rupkothaa.com

http://www.facebook.com/rupkotha.jamdani

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

নীল জোসনা বলেছেন: ভালো পোষ্ট ।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭

রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ নীল জোসনা :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২

মহাপাগল বলেছেন: অ্যাজ আর শাড়ী শুকাতে পারুম না, কাইলকা দেহুমনে।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

রূপকথার শারমিন বলেছেন: শাড়ি শুকাতে যত দেরি করবেন তত লেট হবে :)

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

জমরাজ বলেছেন: কাজের পোস্ট।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ জমরাজ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.