নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শারমিন

সারাদিন ঘুরে বেড়াতে ভালবাসি, ছবিটি শ্রীমঙ্গলে তোলা।জামদানি নিয়ে অনেক অনেক প্ল্যান আমার

রূপকথার শারমিন

খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতে।

রূপকথার শারমিন › বিস্তারিত পোস্টঃ

জামদানির জামা

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২

জামদানি দিয়ে শাড়ি হয় এতদিন আমরা এটাই জানতাম, বা জামদানির কথা আসলেই চোখের সামনে শাড়ির চিত্র ফুটে উঠে।



এখন জামদানি দিয়ে শুধু শাড়ি -ই না, সব ধরনের পোশাক-ই সম্ভব । আমি প্রথম যখন জামার গলা দিয়ে জামদানিতে জামার কাপড় বানাতে বলি তাঁতিদের তাঁরা জানিয়েছিল সম্ভব না, এক তানা তে ১২ হাত পরিমানে তাঁত আটকানো হয়, জামাতে তো তা সম্ভব না।



অনেক বুঝানোর পর ওড়না সহ ১১/১২ হাতের তানা দেয়া সম্ভব কি না জানতে চাইলে বার বার বিভিন্ন অজুহাত দিত।



:) যাহোক আমি দমে যাওয়ার পাত্রী নই,এটা তাঁরা তখনও বুঝেনি, (এখন যদিও বুঝে, আমি যেতা চাইছি, করেই ছাড়বো)



এরপর এটা নিয়ে অনেক দফায় দফায় বসার পর একজন রাজি হয়েছিল, তার সাথে ২ জন সাহায্য করেছিল।

তার বানানো ড্রেসটি খুব আহামরি সুন্দর না হলেও দারুন ভালো লেগেছিল আমার।

তার দেখাদেখি পরে অনেকেই রাজি হয়েছে করতে।

সে যাহোক...এখন পুরোদমে তাঁরা টুপিস, থ্রী পিস । ১ পিস সব তৈরি করছে,যেভাবে যা চাইছি ।



যেকোন প্রোগ্রামে খুব ঝাকানাকা যেকোন ড্রেস এর চেয়ে জামদানির জামা গুলি দেখতে খুব আকর্ষনীয় আর স্মার্ট দেখতে।



যাঁরা চাকুরীজীবী বা বিভিন্ন পেশার আপুরা নিয়মিত-ই কিনছে জামদানির এই জামার কাপড়গুলি।



সূতি, হাফ সিল্ক, মসলিন ৩ ধরনের -ই হচ্ছে জামদানির ড্রেস।



কাওকে গিফট দিতে হলেও দারুন আইটেম হবে এটি।



মাত্র ১৫০০-২২০০ টাকার মধ্যে দারুন গিফট দিতে পারবেন প্রিয়জনকে।



রুপকথা থেকে কাওকে সারপ্রাইজ দিতে চাইলে সে আমাদের জানিয়ে দেয় তার প্রিয়জনের ঠিকানা আমরা র‍্যাপিং সহ ফুল বা কার্ড সহ ঠিকানা বরাবর পাঠিয়ে দিচ্ছি ।



রুপকথার ফেসবুক পেজ থেকেও অর্ডার করছে অনেকেই, অনেকে আবার ওয়েবসাইট থেকে, কেওবা ফিজিক্যালি শোরুমে এসেও নিচ্ছে।



রুপকথার ওয়েবএড্রেসঃ http://www.rupkothaa.com

facebook page : http://www.facebook.com/rupkotha.jamdani

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এগিয়ে যান। একদিন আপনার সাফল্য আপনার স্বপ্ন পুরন করবেই।সেই কামনাই করছি।

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯

রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ সুজন ভাইয়া, আপনাদের মত মানুষ এভাবে সহযোগিতা করলে আমরা আমাদের ঐতিহ্য কে নিয়ে আবার সারাবিশ্বে আলোড়ন তুলবোই ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

ডার্ক ম্যান বলেছেন: গিফট দেওয়ার লোক একজনই আছে।তবে আপাতত দেওয়ার সামর্থ্য নাই।যখন হবে তখন যাবো।

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

রূপকথার শারমিন বলেছেন: একজন থাকলেই তো ভালো, মন ভরে ফিফট দিতে পারবেন, ঝামেলাও কম :) অপেক্ষায় থাকলাম।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

সোহানী বলেছেন: আপনাদের এড্রেসটা কি একটু বলবেন। আমার প্রিয় জামদানী.......

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ সোহানী আপু :)
এড্রেসঃ স্যানমার স্প্রিং গার্ডেন, ২য় তলা, জামালখান রোড, ১১৮নং শপ, চট্টগ্রাম।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

জানা বলেছেন:


আপনার ব্লগটি একটি বিজ্ঞাপণ ব্লগ। তবে এই প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী এখানে কোন পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপণ গ্রহণযোগ্য নয়। আশা করি বিষয়টি বুঝবেন এবং যে কোন ধরণের বিজ্ঞাপনের জন্য প্ল্যাটফর্মটি ব্যাবহার করতে বিরত থাকবেন। আমাদের নীতিমালাটি একবার দেখে নেবার অনুরোধ থাকছে।

ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

রূপকথার শারমিন বলেছেন: ওকে, আমার েটা জানা ছিলো না, নেক্সট টাইম থেকে মাথায় থাকবে, ধন্যবাদ জানানোর জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.