![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অলস প্রকৃতির মেয়ে, কিছু একটা করতে চাই সবসময়। কিন্তু কি করব জানি না। এখন জামদানি নিয়ে কাজ করছে অফ্লাইন ও অনলাইন দুই জায়গাতে।
|ব্লাউজ যদি নকশা করা চানঃ
এক কালারের ব্লাউজের চল অনেকটাই কমে গেছে। এর জায়গায় চলছে বিভিন্ন নকশায় অলংকৃত ব্লাউজগুলো। ভিন্নতা আনতে চাইলে চলছে হাজারো প্রচেষ্টা।
যেমন ধরি সাধারণ ব্লকের বাটিকের কথাই।
# এক রঙের কাপড়ের ওপর শুধু ব্লকের ব্যাবহারেই আনা যায় ভিন্নতা। শুধু দরকার হবে রং ব্যবহার করার সময় একটু বাড়তি সচেতনতা।
# শুধু একটি নয়, তিন-চারটা রং ব্যবহারেও কাপড়টিকে সুন্দর করে তোলা যায়।
আপনার ব্লাউজটিকে কীভাবে সহজেই বেশি আকর্ষণীয় বা ভিন্ন করে তোলা যাবে, এ সম্পর্কে কিছু পদ্ধতির কথা জানাচ্ছি আজঃ
# পছন্দের রঙে ব্লক বা প্রিন্ট করুন আপনার কাপড়টিকে।
# ব্লক করে কাপড়ের ওপর লাগান ছোট ছোট গ্লাস।গ্লাস গুলোর অবস্থান হতে পারে হাতে, গলায় অথবা ছড়িয়ে-ছিটিয়ে।
# যাদের কাচের অতিরিক্ত ঝিলিকমিলিক পছন্দ নয়, তারা করতে পারেন চুমকির চমক।
এখন প্রশংসা পাচ্ছে সব জায়গায়ই খুব হালকা বা পেটানো চুমকির কাজ।
#তবে সময়টা যেহে্তু এখন লেস লাগানোর। লেস্টি হতে পারে বিপরীত রঙের এমব্রয়ডারির ব্যবহার করেও পিঠের কিছুটা জায়গাজুড়ে লম্বাভাবে পর পর লেস লাগিয়ে নিতে পারেন।
দেখলে যেন মনে হয়, একটার ওপর আরেকটা বসিয়েছেন। এক্ষেত্রে গলায় বেশি না দিয়ে শুধু হাতে লাগান।
# শুধু শাড়িতে কেন, ব্লাউজের কাপড়েও অ্যাপ্লিকের কাজটি করাতে পারেন।
# চাইলে করাতে পারেন জারদৌসির বা কারচুপির পিটানো ভারী কাজ।
সেটা এক রঙা শিফন বা মসলিনের সঙ্গে মানানসই হবে।
# তবে ব্লাউজ তৈরিতে আনবে অভিন্নতা চুন্দ্রি প্রিন্ট, বাটিক এবং হ্যান্ডপেইন্ট করা কাপড়ের ব্যাবহার ।
#গলায় ও হাতে ইয়কের ব্যবহার করেও ভিন্নতা আনতে পারেন।
যা চলছে এখনঃ
# আপনি যদি শাড়িতে পরিপূর্ণতা আনতে চান , আপনার ব্লাউজটি হতে হবে মানানসই ছাঁটে।
# অনেকেই ব্লাউজ উঁচু কলার দেয়। তবে শার্টের কলার দিলেও মন্দ হয় না, তবে এই গরমে না।
# অফ শোল্ডার অনেকেই দিচ্ছে। আমাদের দেশে তেমনভাবে এখনও প্রচলিত হয়নি।
# তবে আপনিও অফ শোল্ডার ব্যাবহার করতে পারবেন অনায়াসে, ছাঁটে একটু এদিক-ওদিক করেই।
সে ক্ষেত্রে আপনাকে করতে হবে অফ শোল্ডার ব্লাউজটির ওপরের অংশটি পাতলা কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন।
# অফ শোল্ডার দেয়ার সুবিধা এটার শোল্ডার ভাবটি থাকার পাশাপাশি কাঁধের ওপরের অংশটিও ঢাকা থাকবে।
হাতাঃ
# আর বাদ দিবো কেন হাতা।
ব্লাউজের হাতা নিয়েও চলছে গবেষণা।
শর্ট স্লিভ,
ফুল হাতা
কোয়ার্টার হাতাতেও ব্লাউজটি সুন্দর লাগবে।
ফুল স্লিভ হলে হাতা চুড়িদার স্টাইলে বানালেও বেশি ভালো লাগবে। তবে এই গরমে কতটা সহ্য করতে পারেন, সেটা আপনার উপর।
# ক্রুশের কাজ লাগাতে পারেনহাতাটিতে আরেকটু ভিন্নতা আনতে চাইলে।
# চেলির ছাঁটে একটু লম্বা করে ও বানিয়ে নিতে পারেন আপনার ব্লাউজটি।
# মোটা শরীরের মেয়েরা অনেক সময়ই দ্বন্দ্বে থাকেন কোন ছাঁটটি দিলে তাঁদের ভালো লাগবে দেখতে।
# অনেকের মতে, ছোট হাতার ব্লাউজে দেখতে ভালো লাগবে।
এটি একেবারেই তাদের ভুল ধারণা।
#হাত যাদের মোটা, সব সময় ব্লাউজের হাতাটি বড় রাখুন।
এতে শুকনো লাগবে।
# আপনার ব্লাউজটি লম্বা করে বানাবেন। কখনোই ছোট করবেন না।
# ব্লাউজের গলার ক্ষেত্রে দিতে পারেন ভি-ছাঁট। এতে অনেক ভালো লাগবে।
# চওড়া কাঁধ যাঁদের তাঁরা গোল দিয়ে, ভি-ছাঁট দিয়ে অথবা ওভাল গলা পরুন।
** মজা হয় তাঁদের নিয়ে যাঁরা চিকন শারীরিক কাঠামোর অধিকারী।
শর্ট স্লিভ, স্লিভলেস, ফুলস্লিভ, যেকোনো হাতাতেই অবাধ স্বাধীনতা তাঁদের।
লম্বায় তাঁরা ছোট ব্লাউজগুলো ও পরতে পারবেন অনায়াসে।
গলার যেকোন কাটেও কোনো বাধা নেই।
সবাইকে ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ মোমেরমানুষ , কোন বোন বা বান্ধুবীদের দেখান
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার বউরে দেখাতে হবে।
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
রূপকথার শারমিন বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রংমেলা , ভাবি পছন্দ করলে আমাকে একটা আইসক্রিম খাওয়াবেন
৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অবশ্যই আইসক্রিম খাওয়ামু। রেডি থাইকেন।
বি:দ্র: আইসক্রিম কি ভার্চুয়াল না জেনুইন খাবেন ?
জানাবেন আশা করি?
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬
রূপকথার শারমিন বলেছেন: ভার্চুয়াল খাওয়ালে হবে ভাই
৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: বউ নাই আর কি বলব।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১
রূপকথার শারমিন বলেছেন: ভাইয়া, বোন বা বান্ধুবী আছে তো? তাদের দেখান
৫| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০
ডার্ক ম্যান বলেছেন: আহা! যদি কোন বান্ধবী থাকতো, তার উসিলায় অনের লগে দেহা অইতো!!
১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬
রূপকথার শারমিন বলেছেন: আঁর লগে দেহা করিবারল্লায় বান্ধুবী থাকন ফরিবো না? অনে গিফট করন্না অনের মা রে, চলি আইয়ুন আঁর শোরুমত।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০২
জানা বলেছেন:
একই জিনিসের পুনরাবৃত্তি।
আপনার এর আগের পোস্টটিতে করা আমার অনুরোধ এবং আপনার প্রতিশ্রুতিটি মনে করিয়ে দেবার জন্য উপরের স্ক্রিনশর্টটি দেখুন।
ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
রূপকথার শারমিন বলেছেন: জানা আপু, আমার অনেক কিছুই শেখার বাকি আছে , আমি এটা জানতাম না, এখানেও যে প্রব্লেম
৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
কয়েস সামী বলেছেন: জানাপু, লেখিকা যদি রূপকথার ওয়েব অ্যাড টা না দিতেন তবেই হতো। মেয়েদের বেশ উপকারে আসতো লেখাটি। আশা করি লেখিকা বুঝতে পারবেন।এবং এমন পোস্ট আরো দিবেন (বিজ্ঞাপন ছাড়া)।
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
রূপকথার শারমিন বলেছেন: কয়েস সামী অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। পরবর্তীতে এগুলো মাথায় রেখেই লিখবো কিছু লিখলে ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
মোমেরমানুষ৭১ বলেছেন: অনেক সুন্দর সুন্দর ডিজাইন, বউ থাকলে তারে দেখাইতাম............