![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালি খেতে ভালোবাসে এটা কোনো নতুন কথা নয়। স্বুসাদু খাবার সামনে পেলে আমরা ভুলে যাই পরিমিত খাবার খাওয়ার বিষয়টি। সপ্তাহে প্রতিদিন হাজার চেষ্টা করেও কাজ হবে না যদি আমরা খাবার গ্রহণে সচেতন না হই। পরিশ্রম এবং বয়সের ওপর নির্ভর করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা করে নিলে বাড়তি খাওয়া এবং অসময়ে খাওয়ার প্রবণতা কমে আসতে বাধ্য। আসুন সপ্তাহের সাত দিনের একটি খাদ্য তালিকা তৈরি করি।
শনিবার:
সকাল: রুটি, সবজি, ডিম, চা
দুপুর: ভাত, মাছ, সবজি, ডাল।
বিকেল: ফল
রাত: রুটি, সবজি, এক গ্লাস দুধ।
রবিবার
সকাল: পরোটা, সবজি, চা।
দুপুর: ভাত, শাক, মাছ।
বিকেল: জুস
রাত: রুটি, সবজি, সালাদ।
সোমবার
সকাল: টোস্ট, কলা, চা।
দুপুর: ভাত, সবজি, মাংস সালাদ।
বিকেল: স্যান্ডউইচ
রাত: রুটি, ডাল, সালাদ
মঙ্গলবার
সকাল: পাউরুটি, জ্যাম, ডিম, চা
দুপুর: ভাত, সবজি, ছোট মাছ, ডাল
বিকেল: পেয়ারা অথবা আপেল
রাত: সবজি খিচুরি
বুধবার
সকাল: রুটি, কলিজা ভুনা, চা
দুপুর: ভাত, সবজি, সালাদ, ডাল
বিকেল: বিস্কুট, কফি
রাত: ভাত, ডাল, ভাজি, মাছ।
বৃহস্পতিবার
সকাল: রুটি, সবজি, একটা ফল, চা।
দুপুর: ভাত, ডাল, মাংস
বিকেল: মুড়ি, চিড়া, চা
রাত: রুটি, সবজি, সালাদ
শুক্রবার
সকাল: সবজি খিচুড়ি
দুপুর: ভাত, মাছ, সবজি, সালাদ
বিকেল: ফল
রাত: আপনার পছন্দ।
পুরো সপ্তাহ নিয়মমতো খাবার খান। ছুটির দিন রাতে নিজেন পছন্দের মেন্যু বেছে নিন। এই তালিকা তৈরি করে চোখে পড়ে এমন জায়গায় রাখুন। আর বাড়তি খাওয়ার আগে একবার তালিকাটির দিকে দেখে নিন। আমাদের মনই বারণ করবে বাড়তি খেতে। নিজেকে ভালোবাসুন পরিমিত খেয়ে সুস্থ থাকুন।
তালিকা তৈরির সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে:
বয়স, ওজন, শারীরিক অসুস্থতা, পরিশ্রম এবং ব্যায়াম কতোটুকু করা হয়।
বন্ধুরা, লাইফস্টাইল বিষয়ক আর কি কি লেখা দেখতে চান লিখে জানান, চেষ্টা করবো প্রত্যাশা পুরনের
২| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৭
ইটেপা বলেছেন: পুরুষ, বয়স=৩৬, ওজন=৮০ কেজি, ডেক্স ওয়ার্ক করি, ওজন কমাতে চাই, একদম এক্সাসাইজ করা হয়ে উঠেনা। পরার্মশ দিলে উপকৃত হব। ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৯
েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: লেখার শুরুতেই বাঙালি কথাটা উচ্চারণ করেছেন। কিন্তু ছবিতে যে মহিলা বা নারীর ছবি ব্যবহার করেছেন সেটা কি কোন বাঙালী রমনীর ছবি?
৪| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৩২
সিস্টেম অ্যাডমিন বলেছেন: আমি ভেজিটেরিয়ান গত কয়েক বছর ধরে। আর আমি যে কাজের সঙ্গে যুক্ত তাতে ৭ দিন ই কমবেশি কাজ করতে হয়। আপনার তালিকাটা ভাল লাগলো। খাবার সময় ঠিক রাখার চেষ্টা করি প্রতিদিন হয়ে ওঠে না । কিন্তু ভেজিটেরিয়ান হবার পর থেকে ভাল আছি। তবে আমার মতো ভেজিটেরিয়ান হলেও সকলকে প্রচুর পরিমানে দুগ্ধ জাত প্রোডাক্ট খাওয়া দরকার।
৫| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৪
হাবীব কাইউম বলেছেন: মাসে কত টাকা কামাতে হবে এই সামান্য খাবার খাওয়ার জন্য
Click This Link
৬| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৪:২২
এরিস আফ্রোদিতি বলেছেন: পরিমান সম্পর্কে একটু আইডিয়া দেন।
৭| ২৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৮
িমরর বলেছেন: অত টাইম নাই
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৪
হাবীব কাইউম বলেছেন: এই খাবার খাওয়ার জন্য একজনের মাসিক আয় কত হওয়া উচিত?
যাই হোক, Click This Link