নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্ম-মৃত্যু ও ভালোবাসার পাশাপাশি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

শেখ জলিল

প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।\nপ্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌\'পত্রমুকুল\' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ কোয়ার্টার\n\'কল্পতরু সমাজকল্যাণ যুব সংঘ\'র উদ্যোগে।।\nপ্রথম পুরস্কার (গল্প): ১৯৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে গল্প লেখা প্রতিযোগিতায় প্রথম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ।।\nপ্রথম পুরস্কার (গান): ১৯৮৬ সালে উদীচি শিল্পী গোষ্ঠি, জামালপুর শাখার উদ্যোগে গণসঙ্গীত লেখা প্রতিযোগিতায় প্রথম।।\nপ্রথম গান প্রকাশ (ক্যাসেট): ১৯৯৪ সালে শিল্পী হাসান চৌধুরীর \'ভালোবাসি তোমাকে\' ক্যাসেটে \'তুমি কি সুনীলের সেই বরুণা\' গানটি।।\nপ্রথম টেলিভিশনে গান প্রচার (ম্যাগাজিন অনুষ্ঠান): ১৯৯৪ সালে শিল্পী মাসুদ খান মজলিস পরিবেশিত \'পাখিকে প্রশ্ন করো\' গানটি বিটিভি\'র \'অন্তরঙ্গ\' অনুষ্ঠানে।।\nপ্রথম বই প্রকাশ (কবিতা): ২০০৪ সালে অমর একুশে গ্রন্থমেলায় \'দুঃখ, তোমার অভিসারে যাবো\' বইটি \'ন্যাশনাল পাবলিকেশন\' কর্তৃক।।\nপ্রথম বই প্রকাশ (গল্প): ২০০৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় \'অতৃপ্ত আকাঙ্ক্ষা\' বইটি \'শিরীন পাবলিকেশনস\' কর্তৃক।\nপ্রথম সম্মাননা (ক্রেস্ট প্রাপ্তি): ২০০৯ সালে বাংলাদেশ টেলিভিশন-এর \'এ মাসের গান\' অনুষ্ঠানে শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে।\nপ্রথম ইন্টারনেটে লেখা প্রকাশ (কবিতা): ২০০৫ সালে \'কবিতা ও গান\' ফোরামে \'আনন্দ মোহন দিন\' কবিতাটি।\nপ্রথম ব্লগে লেখালেখি ( বাংলা ভাষায়): ২০০৬ সালে \'সামহোয়্যারইনব্লগডটনেট\' ব্লগে।

শেখ জলিল › বিস্তারিত পোস্টঃ

গল্পের শেষ: এক লাইন-০১

০৬ ই মে, ২০০৮ সকাল ১০:১৫

আঠরোটি গল্প নিয়ে বই করেছিলাম। নাম ছিলো 'অতৃপ্ত আকাঙ্ক্ষা' । বের হয়েছিলো বইমেলা ২০০৭-এ। পথিক!!!!!!! কবিসহ অনেকেই জানিয়েছিলো বইটির ভালোলাগা মন্দলাগার ব্যাপারটা। ব্লগে এখন অণুগল্প, গল্পাণুর পোস্ট হচ্ছে বেশ। সবার দেখাদেখি আমি তুলে দিলাম গল্প শেষের এক লাইন। আমার বিবেচনায় গল্পের শেষ লাইনেও বহন করে সমস্ত গল্পের সার। অণু-পরমাণু গল্পের কাতারে একটু ভাবা যায় কি এগুলো?



১. গল্প: আঁধার ঘনিয়ে আসে

আঁধার ঘনিয়ে আসে বাগানের ছায়ার ভেতর!



২. গল্প: নাইল্যার মা'র দিনকাল

আসার সময় মনে হলো এ বুড়িও হয়তো চলে যাবেন আমাদের ছেড়ে।



৩. গল্প: দুই প্রজন্ম

আমরা করবো জয় একদিন।



৪. গল্প: গল্পের খোঁজে

পাঠক, আপনারাই বলুন- এসব ঘটনা নিয়ে কি গল্প-উপন্যাস লেখা যায়?



৫. গল্প: ওরা দু’জন

দুলালী তার সর্বশক্তি দিয়ে অর্পিকে টেনে এনেছে পুকুর পাড়ে।



৬. গল্প: প্রমোশন

এক মুহূর্ত দেরী না করে শুধু বললেন- গেট আউট।



৭. গল্প: অনেক আকাশ একটি প্রশ্ন

জীবনে মানুষ বিয়ে ক'বার করে, ক'বার করে?



৮. গল্প: ঘুড্ডি-লাটাই

যুদ্ধক্ষেত্রে ও-ই একমাত্র অস্ত্রহীন, সঙ্গীহীন- যে না পাবে ঘুড্ডি, না পাবে লাটাই।



৯. গল্প: মামা ডাক রহস্য

পরিচয়ের প্রথম থেকেই 'ও' আমাকে মামা বলে ডাকে।



১০. গল্প: চলার পথে

সে হাঁটতে থাকে সামনে এক মনে, এক ধেয়ানে।



০৬.০৫.২০০৮

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০০৮ সকাল ১০:৩১

জেসন বলেছেন: বুঝলাম না!!!!!!

২| ০৬ ই মে, ২০০৮ দুপুর ১২:০৮

রোডায়া বলেছেন: হুম৷ শেষ লাইনগুলা ইন্টারেস্টিং লাগছে৷

৩| ০৭ ই মে, ২০০৮ রাত ১২:৩৬

রাশেদ বলেছেন: ভালোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.