নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনরুজ্জামান িশিশর

মিনরুজ্জামান িশিশর › বিস্তারিত পোস্টঃ

কায়নাত

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

কায়নাত

উন্মাদ কবি



কায়নাত,

আমায় ক্ষমা কর

আমি লজ্জিত, আমি অনুতপ্ত আমার কাজে।



বিদীর্ণ বক্ষের অনুশোচনা গুলো

আমি ঝরাতে চাই ক্রন্দন রূপে,

ফিরিয়ে দিতে চাই দুপশলা বৃষ্টির ভালবাসা

তোমার তপ্ত মন মরুতে।



তুমি না থাকলে ফোঁটতোনা,

বিলের মাঝে নয় নয়টি লাল পদ্ম।

দেখতে পারতাম না আমি

চোখ ধাধানো সবুজ আর

কৃষ্ণচূড়ার মাঝে লালের আভা।



তুমি না থাকলে কি খোঁজে পেতাম

অপূর্ব সেই পদ্ম লোচন?

ভালবাসতে শিখালে, অনুভূতি জাগাতে শিখালে

শিখালে আমায় মিশাতে, মনের সাথে মন

যেন নাফ আর বঙ্গোপসাগর।





কায়নাত,

দুম্ব পাতার বিদ্যাকে পুঁজি করে

হয়েছি আমি বিদ্বান।

গেরুয়া বসনে বসেগিয়েছি

সাধক নামের মহান আসনে।



আমি শিখেছি বুলি আওড়াতে

মানবতার মুক্তির গান বাঁধতে,

কণ্ঠ ফাটানো শ্লোগান দিতে

আর গালি দিতে পুঁজিবাদ কে।



আমি তো ছিলাম অশ্রুসিক্ত, দুর্বল চিত্তের প্রানি

কেঁচোর ন্যায় অমেরুদণ্ডী,

মরীচিকার টানে ছোটে যেতাম

এ মেরু থেকে ও মেরু,

হাঁটতে শেখালে, দাঁড়াতে শেখালে।

এত ভালবাস আমায়! তা জানতাম না।



কায়নাত,

আমি হতে পারিনি চে, সুকান্ত বা নজরুল

তোমাকে সাঁজাতে নতুন করে,

তাই নিজ ভূমে আমি পরবাসী আজ।



কায়নাত,

আমায় ক্ষমা কর

আমি লজ্জিত, আমি অনুতপ্ত আমার কাজে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.