![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম??????
উন্মাদ কবি
প্রেম টা বোধহয় রাতের নিস্তব্ধতা নয়
ধীরেধীরে মিশে যায় মাটির কাল রঙে আর
অসহায় আকাশের কোন এক ঝুপড়ির মাঝে।
জ্বলতে থাকে শোক তারা,
দুঃখ বিলায় নদীর ঢেওএর কাছে।
প্রেম হয়ত নয় কোন ভোরের শিশিরের
এক ফোটা জল,ঘাসের ডগায়,
এক চিলতে রোদের কাছে
অস্তিত্ব কে বিলিয়ে দিয়ে প্রস্থান।
হয়ত চিরকালের তরে।
প্রেম নয় তালশহর ষ্টেশন এর চলতি ট্রেন,
একটা বুলান, এক পলকের মাঝে
আসা আর যাওয়া।
শুধু অতৃপ্ত একটা চাহনি।
প্রেম হয়ত সাগরের ঝিনুক,
বুকের মাঝে মুক্তা লুকিয়ে
আকাশের পানে ভিক্ষে মাঙ্গা।
প্রেমটা বোধহয় পিদিম এর আলোর
অন্যপাশে লাফাতে থাকা একটা ছায়া,
উত্তাপহীন, অস্থির একটা ছায়া।
মনের জ্বালার প্রতিফলন।
২| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪০
মিনরুজ্জামান িশিশর বলেছেন: ধন্যবাদ বন্ধু
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৪
সমাধান ও সমাধি বলেছেন: ভালই তো লিখিস পাগলা