নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্যা.. সমস্যা.. সমস্যা...

সবার ওপর মানুষ সত্য... তার ওপর ....

কখগঘ

লিখতে যে এত কষ্ট সেটা আগে জানতাম না, প্রথমে লিখি, তারপর পড়ি, দেখি কিচ্ছু হয়নি। নদী বঙ্গপসাগরে না গিয়ে হিমালয়ের দিকে যাওয়া শুরু করেছে। তারপরেও জোর করে ধরে নিয়ে আসার একটা চেষ্টা থাকে। এত সব করে যা হয় সেটাকে আর নদী বলা যায় না, কোথাও ডোবা, কোথাও নালা। তারপরও চেষ্টা করছি, দেখি কি করা যায়। কথায় আছে না - একবার না পারিলে দেখ শতবার। আমি না হয় সহস্রবারই দেখব।

কখগঘ › বিস্তারিত পোস্টঃ

বালিয়াটি এবং পাকুটিয়া জমিদার বাড়ী : ছবি ব্লগ

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৬

গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম বালিয়াটি এবং পাকুটিয়া জমিদারবাড়ীতে। বাংলাদেশের ঐতিহ্য ধারন করে এমন জায়গাগুলোর মধ্যে এই দুটি জমিদারবাড়ী অন্যতম। বালিয়াটি জমিদারবাড়ী মানিকগন্জে, ১০০ বছর এর ঐতিহ্য আর পাকুটিয়া জমিদারবাড়ী টাঙ্গাইলে, এটাও প্রায় ১০০ বছর পুরোনো। এখানে সেই ট্যুর এর কিছু ছবি দেওয়া হলো।



প্রথমেই বালিয়াটি জমিদারবাড়ীর কিছু ছবি।



১.





২.





৩.





৪. আমার বন্ধু আহমেদ রাকিব ছবি তোলায় মগ্ন :)





৫.





৬.





৭.





৮.





৯.





১০.





১১.





১২.





১৩.





১৪.





১৫.





১৬.





১৭.





১৮.





১৯.





২০.





২১.





এর পরের ছবিগুলো পাকুটিয়া জমিদারবাড়ীর



২২.





২৩.





২৪.





২৫.





২৬. ছবি বিশ্লেষনে ব্যস্ত আলোকচিত্রীদের দল ;)





২৭.





২৮.





২৯.





৩০.

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর। +++

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

কখগঘ বলেছেন: ধন্যবাদ...।

২| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

ফেরারী... বলেছেন: সুন্দর সুন্দর

ধইন্যা ধইন্যা

পিলাচ পিলাচ

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

কখগঘ বলেছেন: ভ্রাতা কেমন আছেন?

৩| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

যূথিকা বলেছেন: +
৫,৮,১২,১৫,১৬,১৯,২১,২৪,২৯
এই ছবিগুলো বেশী ভাল লাগল

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

কখগঘ বলেছেন: হুম... ধন্যবাদ

৪| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০১

চতুষ্কোণ বলেছেন: বেশ লাগলো ছবিগুলো। চমৎকার!

০৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:৩৬

কখগঘ বলেছেন: ধন্যবাদ...

৫| ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৮

ফাহিম নেওয়াজ বলেছেন: আমিও গিয়েছিলাম ভার্সিটি র ফটোগ্রাফি ক্লাবের সাথে,কিন্তু ১ ঘন্টার বেশি থাকতে পারি নি,তাই বেশি ঘুরে ছবি ও তোলা হয় নি।
অফটপিকঃ আপনি কি টিটিএল এর সাথে আছেন?

০৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:৩৫

কখগঘ বলেছেন: হুম.. জায়গা খারাপ না.. আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা শ্যুটিং ইউনিটও গিয়েছিল।

আমি টিটিএল এর সাথে আছি... তবে এখন আর ফটোওয়াক এ যাওয়া সম্ভব না। দেশে গেলে আবার যাব।

৬| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৫

ফেরারী... বলেছেন: এই তো...চলছে জীবন নদীর মত বহমান হয়ে...তোরা তো সব একে একে বিদেশ বিভুয়ে হয়ে গেলি :(

৭| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৪

স্বদেশ হাসনাইন বলেছেন: দারুণ ... কী বলে যে ভাল লাগা জানাই!

৮| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:০২

দুখী মানব বলেছেন: জটিল জটিল 8-| 8-|

৯| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৮

রাজসোহান বলেছেন: জটিল ৭+

১০| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.