নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকের ক্রিকেট ম্যাচ !!

বাজে ছেলে !

শিহাবুজ্জামান

আমি নিজের দেশ কে নিজের থেকে বেশি ভালবাশি । আমি দেশের জন্য কিছু একটা করবই !

শিহাবুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

২৬ই মার্চ - “লাখো কণ্ঠে সোনার বাংলা”

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫২

২৬ই মার্চ - “লাখো কণ্ঠে সোনার বাংলা”



আজকে ইতিহাস হয়ে আসলাম । ইতিহাস... প্রায় ২ লক্ষ ৬৪ হাজার মানুষ সাথে নিয়ে আজকে আমরা বাংলাদেশি করলাম বিশ্ব রেকর্ড । এত সাথে এত মানুষ আর যদি সবাই ধরি রবীন্দ্রনাথ এর অমর আর মধুর সেই গান তাহলে তো মন গলে মোম হয়ে যাবে । আর আজকে আমরা তাই করলাম , ইতিহাস এর পাতায় বাঙ্গালির নিশান রেখে আসলাম ।

প্রথম এ সকাল ৫টায় উঠলাম , নামাজ পড়েই দৌড় স্কুল এর উদ্দেশ্যে । স্কুল অথরিটি প্রায় ২৫টার মত বাস পেয়েছে আমাদের নিয়ে আসা-যাওয়ার জন্য । ৬.৩০ এ আমাদের বাস ছাড়ল , উদ্দেশ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড । সবার এক রুট ,এক পথ ... রাস্তায় হাজার হাজার মানুষ লাল সবুজ পোষাকে , আর আমরা স্কুল ড্রেস এ .....

যাক ,পৌঁছলাম ১০টায় । এসে দেখি সে বিশাল লাইন , ছেলেদের লাইন তো পুরাই তো মূর্তির মত দাড়ায় । এক চিমটি ও নড়ে না ... এই কড়া রোঁদে অনেকেই হাঁপিয়ে । আমার dehydration স্টার্ট হয়ে গেল । মনে করতে লাগলাম Bear Grylls এর কথা “বেঁচে থাকার লড়াই এ আমাদের এই যুদ্ধে টিকে থাকতেই হবে...” এতো গরম যে Dewan Fahim খুবই সিরিয়াস হয়ে গেল । তারপর আস্তে আস্তে আমরা সামনে আগালাম , উদ্দেশ্য আমাদের সবাই কে একটা প্যাকেট(বক্স) দেওয়া হচ্ছে যা পাওয়াই আমাদের লক্ষ্য ।কিন্তু হল না ... পেলাম না একটা বোতল পানি । তাই বাধ্য হয়ে আমাদের পাশে পড়ে থাকা কিছু ফেলা পানির বোতল থেকে পানি খেতে হল আমাদের ... শুনে মনে হইতেই পারে আমাদের BAF এর এরিয়া তে দুরবিক্ষ সুরুর হইছে । তারপর কাঁটা তাঁরের বেড়া পার হয়ে আমারা গেলাম মেইন গ্রাউন্ড এ । ধূলা বালি , চৈত্রের রোদ ... এই সব এর মাঝেই বেঁচে ফেরা ছিল স্বপ্ন...

তারপর আসলো সেই মাহেন্দ্রক্ষণ ,আমরা মোট ৩ বার জাতীয় সঙ্গীত গাইলাম । এক সাথে এত প্রাণ , এত মানুষ , এত গলা ... ১১.২০ মিনিট এ আমরা ৩লাখ কণ্ঠে গেলাম – “আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি ...” জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর পসবার হাতে, পাশে থাকা বোতলে আকাশের দিকে ছুড়ে মারল । তারপর সবার মাথার উপরে বোতল পড়তে শুরু করল । সবাই তখন নিজের মাথা বাঁচানো নিয়ে বেশি । ইভেন কি , অনেক খাবার হিসাবে পাওয়া পাউরুটিও ছুরে মারল ...

এই পুরা ৫০ কোটি টাকার আয়োজন , ছিলনা কোন আর্মির ব্যবস্থাপনা । তাই মানুষজন আর্মিদের ভেবে যাওয়া টাই ভুল প্রমাণিত হল । বুঝলাম বাংলাদেশ আর্মির মেম্বারা Indiscipline … আর্মিদের প্রতি আমার মনে ছিল একটা ভাল চিন্তা , ভালোবাসা আর শ্রদ্ধা । আজ সব ধুলায় মিশে গেল যখন দেখলাম তারা আমাদের জাতীয় পতাকা পারাচ্ছে । ছি...ছি... এটাও আজকে ইতিহাস হয়ে রইল । রেকর্ড এর নামে জাতীয় পতাকা অসম্মান ...



বাসায় ফিরে গোসল করে ঘুম ,দিলাম । উঠেই দেখি আম্মু পাশে বসে আছে , আমার জ্বর আসছে তো তাই । বাসায় এই গুলা বলায় আব্বু-আম্মু দু জনেই মিলেই ধমক ...



হয়তোবা আজকে ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা রবে না । তবুও নিজের দেশকে ভালোবাসি নিজের থেকেও বেশি, কেন তা জানি না ।



দিনটা যে পুরা মাটি তা নয় । বন্ধুরা বাসে মজা ,গান বাজনা মজার হইছে বলেই এত্ত কিছুর পরও ভাল আছি ।



দুঃখের -মজার সাক্ষী যেই সব বন্ধুবান্ধব: Safwan Friker, Dewan fahim , Mushfique Ahmed , TAusif SiAm, Fahim Mahmud , Rafsan Inzamam , Imran Soroar , Sami Al Haider , soumik, Tauhid Tamim , Hasan Rajive , Navid Inzamam , Raiyan, Fahim Khondoker , Muhammad Sadman , Asef Mahmud, Asif Mahmud , Tanivr , Raiyaan Fardin , Zihan Rashid , Ananyo Raha ,

Hasnain M Tasin , Salekin Ahmed



Mofijul Islam Shazu ( Bangladesh Air Force ; অফিসার ) আপনি তো ভি আই পি মানুষ ... আমারে একটু বলবা না তুমি ধাকায় ... তাহলে তোমার সাথে শেড এ বশ্তে পারলাম



ফেসবুক এ আমি - http://www.facebook.com/shihabuzzaman.mollick

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:




পতাকা পারাতে পারে মানুষ ভাবতেই অবাক লাগে :(


ইতিহাসের স্বাক্ষী হতে পেরেছো। অভিনন্দন তোমাকে।

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

শিহাবুজ্জামান বলেছেন: আমিনুর ভাইয়া সত্যি বলতে আমি না নিজের দেশ কে আমার নিজের অঞ্জান্তেই খুব বেশি ভালোবেসে ফেলছি । তাই দেশ কে যদি মা ভাবি ,তাহলে পতাকা হল মা এর ছবি । আর কেউ যদি তার মা র ছবি পারায় তাহলে কেমন লাগবে বলুন । :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.