![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর এর পর বছর ধরে চলে আসা সিরিয়া সংকট এর কোনো সমাধান না করেই আরব দেশ গুলো ইয়েমেন এ এক অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে পড়ল।হুথি বিদ্রোহীদের দমনে সউদি পরিচালিত এই অভিযানে শিয়া ও সুন্নি দ্বন্দ্ব মূলত এক নতুন মাত্রা লাভ করল।এই যুদ্ধের ফলে ইরান এবং সউদি আরব এর মাঝে চলে আসা দ্বন্দ্ব এক তিক্ততায় রুপ নেয়ায় মধ্যপ্রাচ্যে বিবাদমান সংকট এর তো কোনো সুরাহা হবেই না বরং তা আইএস এর মত জংগিবাদকে আরো উস্কে দিবে।আইএস ইয়েমেনে চলমান এই অস্থিরতায় সুযোগ মত সময়ে কোপ মারবে।এর ফলে নতুন মাত্রায় এক প্রকট সমস্যা দেখা দিতে পারে।তবে আশ্চর্য হল এই যে হুথি বিদ্রোহীদের দমনেই এই আরব দেশ গুলো কে এক হতে দেখা গেল কিন্ত বছর এর পর বছর ধরে ইসরাইল ও ফিলিস্তিন এর মধ্যে যে দুরবস্থা চলে আসছে সেই সংকট নিরসনে তারা কোনো পদক্ষেপ ই নেয় নি।ইয়েমেন সংকট কি ইসরাইল ফিলিস্তিন থেকেও মারাত্তক?আসল ব্যাপার টা হল পুরো ইয়েমেন জুডে যদি হুথিরা দখল করে ফেলে তবে এই মধ্যপ্রাচ্যে সউদি প্রভাব কমে যাবে এবং ইরান এর প্রভাব বেড়ে যাবে।প্রভাব খাটাখাটির মাঝেই আমাদের ফিলিস্তিন বাসীরা দীর্ঘদিন ধরে অবিহেলিত হচ্ছে।আশা রাখলাম কোনো কালে যদি এদের সুবুদ্ধি হয়!
©somewhere in net ltd.