![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানাখসা মাকড় কিংবা দলছুট পিঁপড়ার পাশে পিড়িতে বসি
চোখে ভাসে হাজারো উড়াল। মৃত নদী
শ্রাবনের বেদনাস্রোতে ততটা কাঁদিনি কখোনই-
যতটা হেসে ফেলি জানালায় জেঁকে বসা আলো উস্কানিতে
নীল নিঃশ্বাস আমার ভাড়াটে কুটুম, বিচ্ছেদ বিরহ স্বজন...
ডানাখসা মাকড়সার পতনে পতনে বেদনা কাঁদে, য্যানো-
জীবনানন্দের ঝরা পালক, পিঁপড়ের পায়ে জড়ানো চে’র
বিপ্লবী কুচকাওয়াজ!
নিজেকে মনে হয় ভ্রান্ত রসিক। ভয়ের দেয়াল টপকে
ভাঙনের দুঃসাহস কই?
©somewhere in net ltd.