নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

মহাবিপ্লবীর মহাপ্রয়াণ

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪



চলে গেলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, প্রখ্যাত কৃষকনেতা, বিপ্লবী কামাক্ষ্যা রায়চৌধুরী।

১৯২০ সালের ২০ জুন খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রাদিয়া গ্রামে জন্ম নেয়া কামাক্ষ্যা রায়চৌধুরীর শৈশব কেটেছে সৈয়দপুর জেলায়। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লবী সুবোধ সুরের অনুপ্রেরণায় ১৯৩৬ সালে মাত্র ১৬ বছর বয়সে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।
চল্লিশের দশকে দক্ষিণাঞ্চলে কৃষক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার ক্ষেত্রে কামাক্ষ্যা রায়চৌধুরীর অবদান ঐতিহাসিক ছিল বলে মন্তব্য করেন তারা।
ব্রিটিশ শাসনামলের অবসানের পর পাকিস্তানি শোসকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামাক্ষ্যা রায়চৌধুরী।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন কামাক্ষ্যা রায়চৌধুরী। তবে, শারীরিক অসুস্থতাকে পাত্তা না দিয়ে মানসিক দৃঢ়তায় সক্রিয় ছিলেন তিনি। সবশেষ গত ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন’র উদ্বোধনও করেন কামাক্ষ্যা রায়চৌধুরী।
তবে, রোগের সাথে লড়াইয়ে হার মেনে রোববার রাতে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিপ্লবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
কিংবদন্তি এ বিপ্লবীর মৃত্যুতে উপমহাদেশের সবচেয়ে গৌরবময় অধ্যায় ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলনের একটি উজ্জ্বল পর্বের সমাপ্তি ঘটলো।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.