![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
π এর সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। যে কোনো বৃত্তের পরিধির দৈর্ঘ্য এবং ব্যসের ধৈর্ঘ্যের অনুপাত সর্বদা নির্দিষ্ট। এই নির্দিষ্ট অনুপাতটি π নামে পরিচিত। সর্বপ্রথম ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এর মান নির্ধারণ করেন ২২/৭। এখন মান ৩.১৪১৫৯২৬৬৩…… টিই সর্বাধিক গৃহীত।
π এর মানের সাথে মিলিয়ে প্রত্যেক বছর ৩য় মাসের ১৪ তারিখটিকে π দিবস, দুপুর ১টায় π ঘন্টা, ১ বেজে ৫৯ মিনিটে পাই মিনিট এবং ১ বেজে ৫৯ মিনিট ২৬ সেকেন্ডে π সেকেন্ড পালন করা হয়। π একটি অমূলদ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এই কারনেই π এর মান সম্পুর্ণ বিক্ষিপ্ত। অর্থাৎ দশমিকের পর এর মানটিতে কোন অংকের পর কোন অংক আসবে সেটা কোন প্যাটার্ন অনুযায়ী হিসেব করা যায় না। দশমিকের পরে মোটামুটি ৪০ঘর পর্যন্ত π এর মান জানা থাকলে বিশ্বব্রাহ্মান্ডের যেকোনো ক্ষুদাতিক্ষুদ্র বস্তুর ব্যস সঠিকভাবে হিসেব করে ফেলা যায়, কিন্তু গণিতবিদগণ প্রতি নিয়ত এর মান যথার্থতার কাছাকাছি নির্ণয় করে যাচ্ছেন। এই পর্যন্ত π এর মান ৫ ট্রিলিয়ন ঘর পর্যন্ত যথার্থভাবে নির্ণয় করা হয়ছে এবং এই সংখ্যাটি বেড়েই চলেছে।
এই সংখ্যাটিকে গ্রীক περίμετρος (perimeter= পরিধি) এর আদ্যক্ষর π দ্বারা সুচিত করেন উইলিয়াম জোনস। তারও পূর্বে একে কখনো আর্কিমিডিস নাম্বার কিংবা কখনো লুডল্ফ ধ্রূবক নামে অবিহিত করা হয়। আর্কিমিডিস এবং লুডল্ফ উভয়েই নিজ নিজ সময়ে π এর মান নির্নয়ের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি উদ্ভাবন করে গেছেন।
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫
মুসাফির নামা বলেছেন: ভুলেই গেছি আজকে যে পাই দিবস।ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাহ, একটা দারুন জিনিস জানলাম, π দিবস। এবং সেটা আজই। ধন্যবাদ শন্তু
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০২
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
আরকিস মল্লিক বলেছেন: ভালো লাগলো পড়ে।
৫| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
আরণ্যক রাখাল বলেছেন: +
৬| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
ডট কম ০০৯ বলেছেন: জানলা
৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
জিমার পেঙ্গুইন বলেছেন: জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে
৮| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৫:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: এবছরও পাই দিবস পালিত হয়েছে
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ এমন একটি তথ্যপূর্ণ লেখার জন্য।