নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

π - দিবস

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮




π এর সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। যে কোনো বৃত্তের পরিধির দৈর্ঘ্য এবং ব্যসের ধৈর্ঘ্যের অনুপাত সর্বদা নির্দিষ্ট। এই নির্দিষ্ট অনুপাতটি π নামে পরিচিত। সর্বপ্রথম ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এর মান নির্ধারণ করেন ২২/৭। এখন মান ৩.১৪১৫৯২৬৬৩…… টিই সর্বাধিক গৃহীত।
π এর মানের সাথে মিলিয়ে প্রত্যেক বছর ৩য় মাসের ১৪ তারিখটিকে π দিবস, দুপুর ১টায় π ঘন্টা, ১ বেজে ৫৯ মিনিটে পাই মিনিট এবং ১ বেজে ৫৯ মিনিট ২৬ সেকেন্ডে π সেকেন্ড পালন করা হয়। π একটি অমূলদ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। এই কারনেই π এর মান সম্পুর্ণ বিক্ষিপ্ত। অর্থাৎ দশমিকের পর এর মানটিতে কোন অংকের পর কোন অংক আসবে সেটা কোন প্যাটার্ন অনুযায়ী হিসেব করা যায় না। দশমিকের পরে মোটামুটি ৪০ঘর পর্যন্ত π এর মান জানা থাকলে বিশ্বব্রাহ্মান্ডের যেকোনো ক্ষুদাতিক্ষুদ্র বস্তুর ব্যস সঠিকভাবে হিসেব করে ফেলা যায়, কিন্তু গণিতবিদগণ প্রতি নিয়ত এর মান যথার্থতার কাছাকাছি নির্ণয় করে যাচ্ছেন। এই পর্যন্ত π এর মান ৫ ট্রিলিয়ন ঘর পর্যন্ত যথার্থভাবে নির্ণয় করা হয়ছে এবং এই সংখ্যাটি বেড়েই চলেছে।
এই সংখ্যাটিকে গ্রীক περίμετρος (perimeter= পরিধি) এর আদ্যক্ষর π দ্বারা সুচিত করেন উইলিয়াম জোনস। তারও পূর্বে একে কখনো আর্কিমিডিস নাম্বার কিংবা কখনো লুডল্ফ ধ্রূবক নামে অবিহিত করা হয়। আর্কিমিডিস এবং লুডল্ফ উভয়েই নিজ নিজ সময়ে π এর মান নির্নয়ের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি উদ্ভাবন করে গেছেন।

মন্তব্য ৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ এমন একটি তথ্যপূর্ণ লেখার জন্য।

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

মুসাফির নামা বলেছেন: ভুলেই গেছি আজকে যে পাই দিবস।ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বাহ, একটা দারুন জিনিস জানলাম, π দিবস। এবং সেটা আজই। ধন্যবাদ শন্তু :)

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০২

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আরকিস মল্লিক বলেছেন: ভালো লাগলো পড়ে। :)

৫| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

আরণ্যক রাখাল বলেছেন: +

৬| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ডট কম ০০৯ বলেছেন: জানলা

৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

জিমার পেঙ্গুইন বলেছেন: জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে

৮| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৫:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এবছরও পাই দিবস পালিত হয়েছে B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.