![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
আবির রঙে রাঙা
দেবাদিদেব মহাদেব কর্তৃক কামদেব ভস্মীকরণ
ফাগুনী পূর্ণিমাই আজ দোল হিশেবে আয়োজিত। এই দোলের সঙ্গেই জুড়ে রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন পৌরাণিক কাহিনি। সেইসব কাহিনি, আঞ্চলিক সংস্কৃতি ও উত্সবরে মেজাজের মোড়কে বর্তমান চেহারা পেয়েছে দোল। পৌরাণিক ইতিহাসকে স্মরণে রেখে আজও ভারতের বিভিন্ন প্রদেশে রীতি মেনেই পালন করা হয় হোলি। তারই কিছু টুকরো গল্প-
ধুন্ধি- রঘু বংশের পৃথু রাজার রাজত্বে ধুন্ধি বলে এক রাক্ষসী ছিল। ছোট ছোট শিশুদের দেখলেই ধরে খেয়ে ফেলত ধুন্ধি। মহাদেবের কাছ থেকে বরপ্রাপ্ত ধুন্ধি জানত, তাকে মারার ক্ষমতা কোনও দেবতার, মানুষের, অস্ত্রের এমনকী প্রাকৃতিক দুর্যোগেরও নেই। তবে কিছু উন্মত্ত বালকের হাতে তার প্রাণশঙ্কা রয়েছে। ধুন্ধির উপদ্রবে অতিষ্ঠ রাজা পৃথু তাঁর পুরোহিতের কাছে পরামর্শ চান। রাজ পুরোহিত বলেন, ফাল্গুন মাসের পূর্নিমায় যখন পৃথিবী থেকে শীত চলে গিয়ে বসন্তের আবির্ভাব হয়, সেই ক্ষণে কিছু বালক যদি কাঠ ও ঘাসের স্তুপে আগুন জ্বালিয়ে তার চারপাশে ঘুরে নেচে, গেয়ে, তালি বাজিয়ে মন্ত্র পাঠ করে, তবে ধুন্ধির মৃত্যু হবে। সেই থেকেই দোল পূর্নিমার আগের সন্ধ্যায় এই রীতির চল হয়। উত্তর ভারতে এর নাম হোলিকা। বাংলায় দোলের আগের দিন ন্যাড়াপোড়ার মাধ্যমে এই যজ্ঞ করা হয়। অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে মুক্ত করার উত্সব হোলিকা। অন্যদিকে জীর্ণ শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনকে স্বাগত জানায় হোলিকা দহন।
কামদেব - দক্ষ রাজা কতৃক শিবের অপমান সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপে দেন সতী। স্ত্রীর দুঃখে কাতর শিব পৃথিবী ভুলে গিয়ে ধ্যানমগ্ন হয়ে পড়েন। এই সময়ই হিমালয় কন্যা পার্ব্বতীও শিবকে কামনা করে ধ্যানে বসেন। শিবের এহেন আচরণে দেবতারা শঙ্কিত হয়ে কামদেবের দ্বারস্থ হন। কামদেব ধ্যানমগ্ন শিবকে লক্ষ্য করে তাঁর শর ছোঁড়েন। কামদেবের আচরণে শিব ক্ষিপ্র হয়ে ওঠেন ও তৃতীয় চক্ষু উন্মীলিত করে তাঁকে ভস্ম করে দেন। তবে কামদেবের শরের প্রভাবে পার্ব্বতীকে বিবাহ করেব শিব। পরে কামদেবের স্ত্রী রতির অনুরোধে তাঁকে পুররুজ্জীবন দান করেন শিব। পুরাণ মতে দোল পুর্নিমার দিনই কামদেবকে ভস্মে পরিণত করেছিলেন শিব। দক্ষিণ ভারতে এই দিন কামদেবের আত্মত্যাগকে স্মরণ করে পালন করা হয় হোলি। আম পাতা ও চন্দন বাটা দিয়ে কামদেবের দহন জ্বালা উপশম করা হয়। রতির দুঃখে গানও গাওয়া হয়। তামিল নাড়ুতে কামবিলাস, কামান পাড়িগাই ও কাম দহনম এই তিন নামে আরাধনা করা হয় কামদেবের।
পূতনা- শিশু কৃষ্ণকে বধ করতে রাক্ষসী পূতনার দ্বারস্থ হয়েছিলেন রাজা কংস। সুন্দরী রমনীর ছদ্মবেশে কৃষ্ণকে তাঁর বিষাক্ত স্তন্যপান করায় পূতনা। কিন্তু কৃষ্ণ তাঁর রক্তপান করে ও শেষপর্যন্ত পূতনার মৃত্যু হয়। হোলির আগের দিন রাত্রে কাঠ ও ঘাসের স্তুপ জ্বালানোর মাধ্যমে পূতনা বধের আয়োজন করা হয়। অশুভ শক্তির বিনাশ করাই এর লক্ষ্য। অপরদিকে শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন। হোলিকা- সারা পৃথিবীতে একাধিপত্য স্থাপন করেন রাক্ষস রাজা হিরণ্যকশিপু। তাঁর দাবি ছিল পৃথিবীর সকলকেই শুধমাত্র হিরণ্যরশিপুর উপাসনা করতে হবে। কিন্তু তাঁর নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রহ্লাদ বহুবার হত্যা করার চেষ্টা করেও বিষ্ণর আশীর্বাদে ব্যর্থ হব হিরণ্যকশিপু। শেষ পর্যন্ত তাঁর বোন হোলিকাকে হিরণ্যকশিপু অনুরোধ করেন শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করতে। হিরণ্যকশিপু জানতেন বরপ্রাপ্ত হোলিকা আগুনে প্রবেশ করতে পারেন। হিরণ্যকশিপুর আদেশ পালন করেন হোলিকা। কিন্তু হোলিকা জানত না বর তখনই কার্যকর হবে যদি সে একা আগুনে প্রবেশ করে। অন্যথায় তার মৃত্যু হবে। ক্রমাগত বিষ্ণ নাম জপ করে রক্ষা পায় শিশু প্রহ্লাদ। সেই থেকেই উত্তর ভারতে দোল পুর্নিমার আগের দিন পালিত হয় হোলিকা দহন উত্সব। হোলি নামেরও উত্পত্তি হোলিকা শব্দ থেকেই। হোলিকা দহনের আগুন থেকে একমুঠো ছাই তুলে নিয়ে ঘরে রাখার রেওয়াজও প্রচলিত রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশে। বিশ্বাস, এই ছাই ঘরে থাকলে রোগমুক্তি ঘটবে।
রাধা-কৃষ্ণ - কাল মেঘের মত গায়ের রং। তাই দুঃখের অন্ত ছিল না বালক কৃষ্ণর। এদিকে রাধার দুধে আলতা রং দেখে ঈর্ষাও জাগে মনে। মা যশোদাকে দুঃখের কথা জানালে যশোদা কৃষ্ণকে বলেন তাঁর মনের মত রঙে রাধাকে রাঙিয়ে দিতে। দুষ্টু কৃষ্ণ ফাঁক বুঝে রং ঢেলে দেয় রাধার মুখে। সেই থেকেই শুরু হয় দোল খেলার রীতি। কৃষ্ণ রাধা ও গোপিদের গায়ে লুকিয়ে দূর থেকে রং দিয়েছিল। পিচকারির প্রচলনও সেই থেকেই। মথুরা, বৃন্দাবন, বরসন, নন্দগাঁওতে এখনও এই ভাবেই উদযাপন করা হয় হোলি। অনেক জায়গায় রাধা-কৃষ্ণর মূর্তি নিয়ে পালকিও বের হয়।
~ আবির রঙে রাঙুক সবার তনু মন........
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১২
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও,
২| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩
অগ্নিবেশ বলেছেন: প্রাচীনকালে মানুষের কাজ কাম কম আছিল কিন্ত গাল গল্প পয়দা করার কবি টবিদের অভাব আছিল না। মানুষজন সরল আছিল তাই এই সব ভুং ভাং খুবই লাইক পাইত। তয় কিছু কিছু কাহিনী শুনতে ভালোই লাগে। চালায়ে যান, হোলি হয়। জোরযবরদস্তি রঙ টং মাখায়ে আবার গোলমাল পাকায়েন না যেন। হোলি হয়।
৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫
অগ্নিবেশ বলেছেন: আর একটা কথা, এই খেলা সাইকিন বিদেশীরা খাইতেছে ভালো।
৪| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
কাবিল বলেছেন: কিছু কিছু জানা ছিল না।
শেয়ার করায় আপনাকে ধন্যবাদ।
৫| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১০
নীল আকাশ বলেছেন: মহাদেবের কাছ থেকে বরপ্রাপ্ত ধুন্ধি জানত, তাকে মারার ক্ষমতা কোনও দেবতার, মানুষের, অস্ত্রের এমনকী প্রাকৃতিক দুর্যোগেরও নেই। তবে কিছু উন্মত্ত বালকের হাতে তার প্রাণশঙ্কা রয়েছে।
যাকে দেবতা, অস্ত্র, এমনকী প্রাকৃতিক দুর্যোগ ও মারতে পারে না তাকে সামান্য বালক রা মেরে ফেলবে তাও আবার নেচে গেয়ে !!!!!!! ঠাকুরমার ঝুলি তে ও তো এত হাস্যকার কথা শোনা যায় না। গল্পেরও তো সীমা থাকা ওচিত।
৬| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
আরণ্যক রাখাল বলেছেন: দারুণ শেয়ার। জানতে পারা গেল।
হোলির শুভেচ্ছা
৭| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো শেয়ার। জানা ছিল না।
৮| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
উল্টা দূরবীন বলেছেন: দারুণ পোস্ট। অনেক জানতে পারে গেল। ধন্যবাদ এবং হোলির শুভেচ্ছা।
৯| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অনেক কিছু জানা গেলো ।
১০| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৪০
আমিই মিসির আলী বলেছেন: মজার মজার সব গল্প।
গল্পের আবহ যখন বাস্তবতায় চলে আসে তখন ঐ গল্পকারের গল্প তৈরির প্রসংসা ও করতে হয়।
ভালো লাগলো হিস্টোরি।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯
বিজন রয় বলেছেন: আপনাকে হোলির শুভেচ্ছা।
ভাল থাকুন।