নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

ব্যার্থ নন, সময়ের চাকায় পিছিয়ে আছেন; শিক্ষা নিন বাজপাখির থেকে

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচ ৪০ আসতেই
ওকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার
শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে, যথা-

১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়। ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।

৩. ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন ঊড়া সীমিত হয়ে যায়।

ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে
মুশকিল হয়ে পড়ে। এই সময়ে ওর কাছে তিনটে পথ খোলা থাকে -
১. আত্নহত্যা,
২. শকুনের মত মৃতদেহ খাওয়া,
৩. নিজকে পুনরস্থাপিত করা।
সবথেকে কঠিন তৃতীয় ব্যবস্থাটি, ওরা বংশগত ভাবে তৃতীয়টিই বেছে নেয়! অনেকে আবার আত্মহত্যাও করে পাহাড় থেকে লাফদিয়ে।

পুনস্থাপন প্রক্রিয়া :-
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে বাসা বাঁধে,আর
শুরু করে নতূন প্রচেষ্টা।

প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর
থেকে যন্ত্রণা আর হয় না। একইরকম ভাবে নখ গুলো ভেঙে
ফেলে আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর। নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক গুলো ছিড়ে
ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের। ১৫০ দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়।পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা নিয়ে।


"ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা" এ তিনটিই আমাদের দুর্বল হয়ে পড়ে ৪০ আসতেই।এই অর্ধজীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্খা,শক্তি কমে যায়। আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে,অতীতের ভারাক্রান্ত মন কে সরিয়ে ও জীবনের বিবশতা কে কাটিয়ে ফেলতে হবে বাজের ঠোঁট,ডানা আর থাবার মত।১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার আমরা পাবো নতূন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।
.
নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!!!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

চানাচুর বলেছেন: ভাল পোস্ট

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

হাফিজ বিন শামসী বলেছেন:
বাজ পাখির অজানা তথ্য জানা হল।


ধন্যবাদ আপনাকে।

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

রাজীব বলেছেন: কতটুকু সত্য?

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: শতভাগ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.