![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন বোকা পোলা, খাইনা আমি কোকাকোলা। আপনারাতো বুদ্ধিমান দেশের মাথা শুদ্ধিখান।
কি সহজ ভুলতে পারা তাইনা?
পাঁজরে বিঁধছে যে আলপিন,
মন আমার মশাল শরীর জ্বলে
পুড়ে যাক পৃথিবী রাতদিন।
যে কথায় কবিতা জন্মাতো
সে কথায় শিরায় শিরায় বিষ,
এক একটা কথা ছোবলে
কবিতার খাতা পুড়িয়ে দিস!!
সে ধোঁয়ায় জ্বলছে মাথা চোখ
সাধ হয় তোকেও জ্বালাই,
জ্বালাতে গিয়েও বাঁচাই আগুন
চাইনা বাজে খরচাই।
বুকের এই খাঁচায় জ্বলুক আগুন
ভালোবাসা সর্বনাশা হায়,
এতো দিনে বুঝতে পারি ভাষা
তোর এবার নতুন বাসা চায়।
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
খুঁজে নে অন্য কোন মন
ভুলে যা বন্য ভালোবাসা।
একেকটা দিন একেকটা রাত
ফিরে গেছি রোজ বাড়িয়েছি হাত।
তোকে ধরে রাখতে চেয়ে হায়
দারুন দূপুর, ধূসর বিকেল সর্বশান্ত সন্ধ্যায়।
এ বুকে আকাশ রেখেছিলাম
এ শরীর অশান্ত জঙ্গল,
খোলা মনে উড়তে পারলিনা
এ মনের তুই কি পাবি তল।
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
খুঁজে নে গৃহস্থ জীবন
ভুলে যা বন্য ভালোবাসা।
এ বুকে বন্দি কি জানিনা
জানিনা কি সুখ আছে রাখা,
শুধু ভাবি কখন ফিরে এলে
এ খাঁচা পাবি কি আর ফাঁকা।
জঙ্গলী পাখির পালক পরে
ধরা পড়ে আর পেলিনা পার,
আসমান ভুলে খুঁজিস পাখা
জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়।
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
সুখে থাক শিকল বেঁধে মনে
ভুলে যা বন্য ভালোবাসা।
যা পাখি উড়তে দিলাম তোকে.......
শিলাদা।চরম লাগছে আমার।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
সীমান্ত উন্মাদ বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
একজন আরমান বলেছেন:
সে ধোঁয়ায় জ্বলছে মাথা চোখ
সাধ হয় তোকেও জ্বালাই,
জ্বালাতে গিয়েও বাঁচাই আগুন
চাইনা বাজে খরচাই।
অসাধারণ।
চরম হইছে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
সীমান্ত উন্মাদ বলেছেন: ধইন্যা।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: এটাকি কোন গানের লিরিক্স? লাইঙ্গুলো পরিচিত লাগছে...
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
সীমান্ত উন্মাদ বলেছেন: কেমন আছো সুমন?
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
লোনলিফাইটার বলেছেন: যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
সুখে থাক শিকল বেঁধে মনে
ভুলে যা বন্য ভালোবাসা।
যা পাখি উড়তে দিলাম তোকে.......
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
সীমান্ত উন্মাদ বলেছেন: হা হা। ব্রো চেতলেন কা, পাখিরে উড়তে দিবেন না!!! দেন ব্রো উড়তে দেন, সে আপনার হলে আপনার বুকেই ফিরে আসবে।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
শামীম আরা সনি বলেছেন: সে কি
পাখি উড়াউড়ির কথাবার্তা তো ভালুনা
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
সীমান্ত উন্মাদ বলেছেন: উড়ে যেতে দিব নাহি হায়
তবু উড়ে যেতে দিতে হয়.।ভালু হোক না হোক।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এত ভাল একটি পোস্টে লাইক এত কম কেন !!! আমি ৪ নং লাইক দিলাম
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
সীমান্ত উন্মাদ বলেছেন: হা হা। ধইন্যবাদ কান্ডারী ভাই, আমার মত মনে লয় সবার শরির খারাপ, তাই কেঊ লাইক দেয় নাই, বেফার নেক্সটাউম এ হইবেক।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
গ্রাম্যবালিকা বলেছেন:
একেকটা দিন একেকটা রাত
ফিরে গেছি রোজ বাড়িয়েছি হাত।
তোকে ধরে রাখতে চেয়ে হায়
দারুন দূপুর, ধূসর বিকেল সর্বশান্ত সন্ধ্যায়।
অ সা ধা র ণ--------------------! +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
সীমান্ত উন্মাদ বলেছেন: ঠিকআছে জানাই দিমুনে।!!!!
তয় ধইন্যা এহঐ লইয়া যান।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
বোকামন বলেছেন: শরীরে বহূত রক্ত আ্য........।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
সীমান্ত উন্মাদ বলেছেন: হ
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আরজু পনি বলেছেন:
যা যা পাখি উড়তে দিলাম তোকে
যা যা খুঁজে নে অন্য কোন বাসা,
খুঁজে নে অন্য কোন মন
ভুলে যা বন্য ভালোবাসা।
.................শেষে শীলাদা কে?!
ছবিটা মারাত্নক হয়েছে!
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
কালোপরী বলেছেন: সুন্দর
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
তামিম ইবনে আমান বলেছেন: শিলাজিতের গানট জোস
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
তামিম ইবনে আমান বলেছেন: আমার অন্যতম একটা প্রিয় গান। অস্থির লাগে আমার কাছে গানটা।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: পাখি উড়তেই থাকবে সুন্দর শুভকামনা