![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
একাকী রাতের নিস্তব্ধতা, আর
মৃদু বাতাসে শিশিরের আবাস ।
তারা ভরা নিঃসঙ্গ রাতটাকে
আগলে রেখেছে আকাশ ।
মর্সিয়ায় ব্যথিত এই প্রাণ
কবে পাবে অস্ফুট পরিত্রাণ !
কবে জোনাকিরা এসে
দাঁড়াবে অন্ধকারের পাশে !
কবে হবে ক্ষুধাতুর,ব্যাথাতুর
জীবনের সুলভ অবসান !
কবে পাবে আতরাফ
আশরাফের সমস্থান !
প্রকৃতিতে বসন্ত এলে
শীতের রিক্ত, বিষণ্ণতার ছবি
আর ব্যথিত প্রানের ধ্বনি
আশ্রয় নেয় এই কোলে ।
ভারাক্রান্ত ও দুঃখ ভরা মন
লাউড কণ্ঠ হঠাৎ নীরব ।
কাব্য সাধনার প্রেরণা পুরুষ
হবে কি আবার সরব ???
একাকী রাতের নিস্তব্ধতা, আর
মৃদু বাতাসে শিশিরের আবাস ।
তারা ভরা নিঃসঙ্গ রাতটাকে
আগলে রেখেছে আকাশ ।
মর্সিয়ায় ব্যথিত এই প্রাণ
কবে পাবে অস্ফুট পরিত্রাণ !
কবে জোনাকিরা এসে
দাঁড়াবে অন্ধকারের পাশে !
কবে হবে ক্ষুধাতুর,ব্যাথাতুর
জীবনের সুলভ অবসান !
কবে পাবে আতরাফ
আশরাফের সমস্থান !
প্রকৃতিতে বসন্ত এলে
শীতের রিক্ত, বিষণ্ণতার ছবি
আর ব্যথিত প্রানের ধ্বনি
আশ্রয় নেয় এই কোলে ।
ভারাক্রান্ত ও দুঃখ ভরা মন
লাউড কণ্ঠ হঠাৎ নীরব ।
কাব্য সাধনার প্রেরণা পুরুষ
হবে কি আবার সরব ???
©somewhere in net ltd.