নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

ছায়াঘেরা অনেক পাওয়া না পাওয়া

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭

তুমি আমার যে নীল আকাশ দিয়েছিলে

তার দিগন্তে আজ জোনাকিরা খেলা

করে । তারারা মিলিয়ে গেছে আঁধার

কোন আমবস্যায় ।



তুমি আমায় যে ছায়া ঘেরা অরণ্য দিয়েছিলে

তার বুকে আজ অশঙ্ক বালির আনাগোনা

বিস্তীর্ণ বনানী আজ এক ধূসর

মরুভুমি ।



তুমি আমায় যে নদীকান্ত দিয়েছিলে

তা আজ জলহীন ষণ্ডা এক নদী ।

মাছেরা উপোষ করে পাড়ি দিয়েছে

বিদ্বিষ্ট বিহারে ।



তুমি এসেছিলে কোন এক সকালে, লোকারণ্য

দুধের হাঁট কিংবা মাছের বাজার হয়ে ।

এখন সকাল গড়িয়ে দুপর । নেই কোন

জনমানব কিংবা মাছির উপদ্রব ।।



কোন পাওয়া না পাওয়ার বিড়ম্বনা আজ

আমায় তাড়া করে না ।

আমি যা চাইনি, তাই পেয়েছি । যা

চেয়েছি তা কেন পাবো না ?



জগৎ সংসারের অন্তরালে আমি ক্ষুদ্র

এক মানব ।

স্রোতের বিপরীতে নিজেকে ভেঙ্গে আবার

নতুন করে গড়ি । মনের স্বাদ আহ্লাদ এখন

সকালের পেস্টি কেকের নাস্তা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.