![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
বাতাসে বৃষ্টির আগমনি বার্তা । এসো হে বৃষ্টি এসো, দিগন্ত জোড়া মরুভূমি আথবা বিদীর্ণ প্রান্তর, আছে তোমারি অপেক্ষায় । বধ্যভূমি ভূমি হয়ে উঠুক এই মরুভূমির শহর । এসো হে বৃষ্টি এসো, ভরিয়ে দাও তৃষ্ণার্ত সব কাক শালিকদেরকে, ভিজিয়ে দাও এপার কিংবা উপারের জাম, জারুল এর বন । অবনত করে দাও সব তাল, নারিকেল ঝাড় এর অহংকারকে । মুছে যাক সব কলুষতা ।
এসো হে বৃষ্টি এসো, প্রাণবন্ত করে দাও কংক্রিটের নগরীর প্রিয় কোন মনকে । যাকে নিয়ে স্বপ্ন দেখেছি কোন এক পরাজিত দুঃস্বপ্ন ।।।
©somewhere in net ltd.