![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
কোকিলের কুহুতানে, কাকের ব্যাঙ্গপনে
আলো-আঁধারে অবারিত এ ধরা ।
চৈত্রের বিদায় ক্ষণে বৈশাখী ঝড়-তুফানে
ডুবে যাবে কি ? মেঘময় বিশ্বপাড়া ।।
এক পশলা বৃষ্টির তরে
সেজেছে সব বৌ রুপী ফুলের কন্যা ।
মেঘের গর্জনে শালীন যদি হয় এই
আমানিশা । ছেয়ে যাক তবে শিলের বন্যা ।।
একটু আশা, একটু ভরসার জোয়ারে
থামবে না মনে হয়, এই সসীম স্নিগ্ধতা !
তবুও আমি দৃঢ় প্রত্যয়ী যখন দেখি
ভ্রুকুটি হেরি সূর্যের আভিবাধনতা ।।
বৃষ্টির পরে, রোদের আগমনে
মুছে গেছে সব ধোঁয়াশার বালি
সুন্দর গড়নে এটাই যদি হয় নিয়ম
তবে স্বাগত, হে বৃষ্টি এসো পাল তুলি ।।
আশান্ত মেঘের শান্ত গর্জন শেষে
অগণিত মাখলুকের আর্তনাদে ,
স্তব্ধ কি হবে না ? আঁধারের নিস্তব্ধতা !
মিথ্যা কি পাবে না ? অসীম নিঃসঙ্গতা !
©somewhere in net ltd.