নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত লাশের মিছিলে শোকার্ত দর্শক ।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭

দুঃস্বপ্ন কিংবা কল্পনার রাজত্ব ।
খুনের মিছিলে খুনির করায়ত্ত ।
মেশিনগানের অনাচারে যাচ্ছে প্রাণ ।
যদি বল এটা দুঃস্বপ্ন ছিল, তবে তো
প্রাণগুলো পেয়ে যেতো পরিত্রাণ ।

জীবন্ত লাশের মিছিলে নেই আমি,
আছি শোকার্ত দর্শক সারিতে ।
যে সারির মানবেরা বেঁচেও
অবলীলায় মরে আছে । থেকেও
থাকেনি কোন পরিসংখ্যানের খাতায় ।

মৃত আশার উগ্রবাদীদের দলে নেই আমি,
আছি লোচন বহ্নি শিখার কপটতায় ।
যে সারির মহাজনেরা বেঁচেও
মরে আছে স্মৃতির মানস-পটে । থেকেও
থাকেনি কোন আদমশুমারির পাতায় ।

আজ আমি আসিনি কোন আরজি নিয়ে,
এসেছি আরও একটু অন্ধকার নিতে ।
আলোর কপাট বন্ধ করে আমি
পেয়েছি এপারের গভীরতা ।
অসীমের মাঝে পেয়েছি সসীমের অভিবাদনতা ।

বেঁচে থাকবো গগনচুম্বী কোন
ডাকসাইটের দুঃস্বপ্ন নিয়ে । যেখানে
বসবাস কোন অজেয় স্বপ্নচারীনির ।
রয়ে যাবো মৃতপ্রায় কোন
অনুশাসনের বেড়াজালে পাগল হয়ে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.