নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

দেয়াল হতে জানি আমি

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

আলোর সোপান বেয়ে আমি
সূর্য মুকুট ছিনিয়ে নিব ।
জলতরঙ্গ হয়ে আমি
খরার মাঝে বৃষ্টি দিব ।

স্বপ্নলোকে রাজা হয়ে
সবার রাজ্য হাতিয়ে নিব ।
আশার প্রদীপ জেলে আমি
হতাশাকে তাড়িয়ে দিব ।

ধার ধারি না কোন কথার
নৃলোকের নন্দিনীদের ।
ভয় করিনা তিমির রাতের
প্রভা হওয়া আটপ্রহরের ।

রাজড়া হতে জানি আমি
জলনিধির ঢেউয়ের তীরে ।
ফুল হয়ে ফুটতে জানি
রম্য কোন চাওয়ার ভীরে ।

দেয়াল হতে জানি আমি
দস্তাবলের চলার পথে ।
ফানুস হয়ে উড়তে জানি
মেঘলা দিনের যাত্রা রথে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.