নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।।...... কৃএিম শহর, ঢাকা ......।।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৪

দেয়ালের সাথে দেয়ালের বাস,
তার ই মাঝে তোমাদের আবাস ।
ধুলাবালি কিংবা জ্যামের শহর,
প্রাণ বাঁচে যেথায় মৃত্যুর পর ।

সবুজ নেই যাদের আকাশে,
ব্যস্ত তারা শিল্পের চাষে ।
দেখেনি যারা বৃষ্টির কাদা,
কৃষ্ণ হয়েও পায়নি রাঁধা ।

ইচ্ছে হলেই ছোঁয়া যায় না,
মনের চোখে দেখা যায় না ।
কৃএিমতা বাড়ছে ক্রমেই...
জ্যাম লেগেছে সকল প্রাণেই ।

কাদায় কাদায় বন্ধুত্ব হয়,
বালিতে বালিতে নয় ।
তোমাতে তোমাতে খুনাখুনি হয়,
আমাতে আমাতে নয় ।

খুন-রাহাজানি আর আত্মহননে
মন কাঁদে না মনের টানে ।
বিষাদ গড়ছে নিজের প্রাসাদ
বাড়ছে ক্রমেই প্রাণের অসাধ ।

অট্টালিকার বদলে সবুজ গড়,
প্রাণের শহর রক্ষা কর ।
বাঁচার আশা হবে না ক্ষণ,
এই হোক আজ তোমাদের পণ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.