নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

হন্য হয়ে ঘুরি কোন নারী কিংবা রক্তের নেশায় ।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৭

তোমাদের পাড়ায় আলো কিংবা আঁধারের ঝাপটা কখনো পৌঁছায় না, দুমুঠো ভাতের অভাবে যখন তোমরা আর্তনাদ করো, যখন একটা ছেঁড়া কাপড় তোমাদের উদরের উপর পর্যন্ত উঠে না তখন আমরা আলোর মাঝে জোনাকি নিয়ে খেলা করি । পূর্ণিমা অথবা আমবস্যায় আমরা হৃদস্পন্দন নিয়ে বাজী ধরি ।
তোমরা আমাদের অনুভতি গুলো কখনো ছুঁয়েও দেখতে পারবে না । তোমাদের চোখে আমরা অনেক সুখি ! অলীক কোন ভাবনা এসে তোমাদেরকে আমাদের প্রতিদ্বন্দ্বী করে তোলে ।

তোমরা যখন নিকোটিন নিয়ে খেলা করো তখন দামী কোন মদ অথবা হুইস্কি আমাদের অস্তিত্ব নিয়ে খেলায় মেতে উঠে । প্রতিদিনের দৃশ্যমান কষ্টগুলো আমাদেরকে রঙিন ফানুসের মতো উড়িয়ে নিয়ে যায় !

আমাদের পিছনে আর আঠার মতো লেগে থেকো না । আমাদেরও দুঃখ আছে । আমরাও পাকা রাস্তায় পিছলে পড়ি । মুখ থুবড়ে পরে থাকি কোন রক্তাক্ত ডাস্টবিন এ । সেরে উঠার জন্য হন্য হয়ে ঘুরি কোন নারী কিংবা রক্তের নেশায় । এখানেই আমাদের আর তোমাদের মাঝে তফাৎ ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.