নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

পিতাহীন দুখী নগরী, টাঙ্গাইল ।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

নগর পিতার অভাবে কাঁদছে নগর,

ত্রাসের রাজত্ব গড়ছে বহর ।

সাধারণ হয়ে আমরা, শুধুই বেঁচে আছি

সুখদুঃখ নিয়ে খেলছি কানামাছি ।।



কারেন্ট যায় না এখানে, আসে মাঝে মাঝে,

যান্ত্রিক জীবনে আর, বেশি কি সাঁঝে ?

পরীক্ষার আগের রাতে যখন কারেন্ট নাই

এই দুঃখ বলার জন্য কাকে খুঁজে পাই ?



অক্সিজেনের বদলে ধূলার আস্তরণ,

বাসা থেকে বের হলে তারই আমন্ত্রণ ।

মাটির দেহ মাটি খাবে, এটাই নিয়ম ।

ধুলোবালির সাথে আছি, তাতে কিসে কম ?



ব্যবহৃত সব পানিতে আর্সেনিকের প্রভাব,

মাথা আছে, তবে তাতে চুলের বড়ই অভাব ।

একটুখানি বৃষ্টিতে বন্যা নেমে আসে,

অলিগলির রাস্তাঘাট দুখের জলে ভাসে ।।



টিউশনি করতে গিয়ে পরি বিড়ম্বনায়,

ভালো করে পড়িয়েও আসে ফেলের দায় ।

দুঃখ আছে রাশি রাশি শিক্ষা নগরীর,

পদদলিত হয়েই আমরা অনুসারী ভাসানীর ।।



অপরিকল্পিত নগরীতে থমকে জনজীবন,

অটো আর রিক্সা ওয়ালার বাড়ছে পরিজন ।

রাস্তার পাশে রাতারাতি বাড়ছে নতুন ভবন,

তারই মাঝে গলির পথে আমাদের গমন ।।



সবকিছুর মাঝে আছে একটি সুখবর ,

হরতালের মাঝেও চলছে গাড়ি বহর ।

দুঃখের মাঝে এইটুকু আমাদের সান্ত্বনা,

এতো কিছুর মাঝেও আমরা ক্ষান্ত না ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.