![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
নগর পিতার অভাবে কাঁদছে নগর,
ত্রাসের রাজত্ব গড়ছে বহর ।
সাধারণ হয়ে আমরা, শুধুই বেঁচে আছি
সুখদুঃখ নিয়ে খেলছি কানামাছি ।।
কারেন্ট যায় না এখানে, আসে মাঝে মাঝে,
যান্ত্রিক জীবনে আর, বেশি কি সাঁঝে ?
পরীক্ষার আগের রাতে যখন কারেন্ট নাই
এই দুঃখ বলার জন্য কাকে খুঁজে পাই ?
অক্সিজেনের বদলে ধূলার আস্তরণ,
বাসা থেকে বের হলে তারই আমন্ত্রণ ।
মাটির দেহ মাটি খাবে, এটাই নিয়ম ।
ধুলোবালির সাথে আছি, তাতে কিসে কম ?
ব্যবহৃত সব পানিতে আর্সেনিকের প্রভাব,
মাথা আছে, তবে তাতে চুলের বড়ই অভাব ।
একটুখানি বৃষ্টিতে বন্যা নেমে আসে,
অলিগলির রাস্তাঘাট দুখের জলে ভাসে ।।
টিউশনি করতে গিয়ে পরি বিড়ম্বনায়,
ভালো করে পড়িয়েও আসে ফেলের দায় ।
দুঃখ আছে রাশি রাশি শিক্ষা নগরীর,
পদদলিত হয়েই আমরা অনুসারী ভাসানীর ।।
অপরিকল্পিত নগরীতে থমকে জনজীবন,
অটো আর রিক্সা ওয়ালার বাড়ছে পরিজন ।
রাস্তার পাশে রাতারাতি বাড়ছে নতুন ভবন,
তারই মাঝে গলির পথে আমাদের গমন ।।
সবকিছুর মাঝে আছে একটি সুখবর ,
হরতালের মাঝেও চলছে গাড়ি বহর ।
দুঃখের মাঝে এইটুকু আমাদের সান্ত্বনা,
এতো কিছুর মাঝেও আমরা ক্ষান্ত না ।।
©somewhere in net ltd.