![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
পহেলা বৈশাখে নিও শুভেচ্ছা,
পান্তা-ইলিশ নিয়ে করোনা আর কু-চর্চা ।
আলুর ভর্তা যেন, কেড়ে নেয় ইলিশের আসন,
কাঁধে কাঁধ মিলিয়ে হউক বৈশাখের উদযাপন ।।
খেটে খাওয়া আর যত দিনমজুর চাষা,
সোনালি ভবিষ্যতে গড়নে, তাঁরাই ভরসা ।
রক্ত দিয়ে যারা রাজস্ব বুনে,
অর্থনীতি চলছে তাদেরই মূলধনে ।।
পাড়ার যত আছে সুখী আর দুখী,
সবসময় হয় যেন, সবাই সবার মুখী ।
পাল্টায় তবে যদি খারাপ স্বভাব,
চিরতরে মুছে যাবে সমাজের অভাব ।।
সুখের দিনেও একটু তাদের পাশে থেকো,
তাঁরা তোমায় কখনো ভুলবে নাকো ।
ভাগ্যের পরিহাসে, কপালের দোষে,
তাঁরা যেন না মরে গন রোষে ।।
তুমি, আমি,তোমরা, আমরা সবাই ।
সুখকে খুঁজে নিব, নিব নিবই ।
দুখের দিনেও হব নদী বহমান,
পহেলা বৈশাখে এই আহবান ।।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮
মাহবুবুর রহমান শিমুল বলেছেন: দুখের দিনেও হব নদী বহমান, পহেলা বৈশাখে এই আহবান ।