নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।। ......রিক্ত পথে, স্বর্গবাসে ......।।

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

নাচবে তোমরা, গাইবে তোমরা
সাজবে আপন মনে ।
দূর আকাশে, স্বপ্ন পথে
হাঁটতে আমায় দিবে ?

পটকা বাজি, রঙয়ের সাড়ি
আলোর সংবরণ ।
নীল আকাশে, পরীর তরে
করবে আমায় গ্রহণ ?

খুশির জোয়ার, দূর অজানায়
চলবে আপন মনে ।
ছন্ন হাসি, গান কেতনে
হাসতে আমায় দিবে ?

নাদীর পাড়ে, মেঠো পথে
গাইবে আপন সুরে ।
ইচ্ছে হলেই পালিয়ে যাবো
থাকবো অনেক দূরে ।

ক্ষুণ্ণ মনে, ভিন্ন মতে
হইব জলোচ্ছ্বাস ।
রিক্ত পথে, হারিয়ে দূরে
করবো স্বর্গবাস ।

গহীন বনে, অসাড় হয়ে
সইবো সকল পীড়ন ।
অরুণ হয়ে মিলিয়ে যাব
হব ফুলের তোড়ন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.