![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
নাচবে তোমরা, গাইবে তোমরা
সাজবে আপন মনে ।
দূর আকাশে, স্বপ্ন পথে
হাঁটতে আমায় দিবে ?
পটকা বাজি, রঙয়ের সাড়ি
আলোর সংবরণ ।
নীল আকাশে, পরীর তরে
করবে আমায় গ্রহণ ?
খুশির জোয়ার, দূর অজানায়
চলবে আপন মনে ।
ছন্ন হাসি, গান কেতনে
হাসতে আমায় দিবে ?
নাদীর পাড়ে, মেঠো পথে
গাইবে আপন সুরে ।
ইচ্ছে হলেই পালিয়ে যাবো
থাকবো অনেক দূরে ।
ক্ষুণ্ণ মনে, ভিন্ন মতে
হইব জলোচ্ছ্বাস ।
রিক্ত পথে, হারিয়ে দূরে
করবো স্বর্গবাস ।
গহীন বনে, অসাড় হয়ে
সইবো সকল পীড়ন ।
অরুণ হয়ে মিলিয়ে যাব
হব ফুলের তোড়ন ।
©somewhere in net ltd.