নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।। ...... আকাশী পরীর গল্প ......।।

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৪

শোন, তোমাদের আজ এক গল্প বলি ।
ফুল নয়, সে এক আকাশী ফুলের কলি ।

পাগল পাগল কথা বলে,
গান গেয়ে যায় আপন দলে ।
আকাশ বেয়ে পাহাড়ে চড়ে,
বৃষ্টির ছলে ঝড়ে পরে ।।

ইচ্ছে হলেই সাজুগুজু করে নিজের মতো ।
পাগলামির গল্প তোমরা শুনবে আর কতো ?

ধৈর্য ধরে কাঁদতে জানে,
কাঁদার মাঝে হাসতে জানে ।
মন পাবনের নাউ উড়িয়ে,
সুখ যে তার, যায় ছড়িয়ে ।।

উদাস বনে হাওয়ার মতো ঘুরে অবিরত ।
পাগলামির গল্প তোমরা শুনবে আর কতো ?

তীর হারা সব ঢেউয়ের তরে,
ভেসে বেড়ায় আপন করে ।
বৃষ্টি যখন ভুবন পাড়ায়,
শান্ত মনে সে ঘুরে বেড়ায় ।।

অসীমেতে ছড়িয়ে থাকা গল্প যে তার শত ।
পাগলামির গল্প তোমরা শুনবে আর কতো ?

বন্ধুত্ব তার নীলের সাথে,
স্বপ্ন সাজায় নিজের হাতে ।
দুঃখ যে তার সাগরের ঢেউ,
বুঝবে কি তা কখনো কেউ ?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: হায় হায় এ দেখি আকাশি পাগল পরী!!!


রুপকথা রুপকথা কবিতা অনেক ভালো লেগেছে ভাইয়া।:)

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১

মাহবুবুর রহমান শিমুল বলেছেন: ধন্যবাদ । সে এক আকাশ পাগল নীল পরী ।

২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.