নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।। ...... আমাদের সোনার ছেলে ......।।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

ছেলেটির নাম সামি ফারুক,
গল্পটি তার সবাই পড়ুক ।
গল্পের ছলে সত্য বলি,
আসুন এবার মূলে চলি ।

আপোষ করেনা কারো সাথে,
হাড় ভাঙ্গে সে নিজের দাঁতে ।
অসম্ভবকে সে মানিয়ে নিবে,
সুযোগ পেলে দেখিয়ে দিবে ।

সময় অসময়ে ছাদে বসে,
আপন মনে হিসাব কষে ।
কেউ জানে তার কি খবর ?
ছাদে কি সে খুঁড়ছে কবর !

রান্না-বান্না সে ভালো জানে,
তাকিয়ে থাকে না অন্নের পানে ।
পেঁয়াজকে সে আপন ভেবে,
খোলস ছাড়িয়ে ডালে দিবে ।

রুমমেটরা তাকে দুষ্ট ভেবে,
সব বিষয়তে টেনে নেবে ।
সবাই তাকে যাই ভাবুক ভাই,
তার কিন্তু ঐ রেকর্ড নাই ।

মাথা ঠাণ্ডা থাকে যাতে,
নারিকেল তেল দিবে তাতে ।
সময়ের কাজ অসময়ে করে,
ব্যস্ত থাকে অন্নের তরে ।

প্রতিদিন সে ভোঁরে উঠে,
চার পাক দিতে মাঠে ছুটে ।
কেউ বুঝে না তার কি দাম ?
খুশি করতে দিবে যে পাম ।

দুষ্ট একটি ছেলে আছে,
সব সময় তার কাছে ঘেঁষে ।
তার বর্ণনা আরেকদিন দিয়াম,
নামটি তার হল সিয়াম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.