![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
মন দিয়ে মনকে বুঝো
আবেগ দিয়ে নয় ।
ভালবেসে হৃদয়ে থেকো
যদি মনে লয় ।।
তোমার মাঝেই তুমি থেকো
আমার ছোঁয়ায় নয় ।
স্বপ্ন রথে গল্প বুনো
যদিও হয় ভয় ।।
ওপারেতে ভালো থেকো
যদি সুযোগ হয় ।
যত্ন করে রত্ন হইও
হয় যদিও ক্ষয় ।।
ফুল কাননে থেকো তুমি
পাথর স্তূপে নয় ।
অপার আশা ছোঁবে তোমায়
যদি পরশ রয় ।।
শুভকামনাতে আছো তুমি
অভিশাপে নয় ।
আমার মাঝেই রবে তুমি
মরণ যদিও হয় ।।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
মাহবুবুর রহমান শিমুল বলেছেন: ধন্যবাদ । সেলিম আনোয়ার সাহেব ।
২| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
মাহবুবুর রহমান শিমুল বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +