![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
হারিয়ে যেতে চাই দূরের অচেনা দিগন্তে,
নীল আভায় কালো ভ্রমরের পথিক হয়ে ।
অজানা শঙ্কাগুলো যেখানে ছুটে বেড়ায়,
স্থির হতে চাই সমীকরণের সেই পাড়ায় ।
হারিয়ে যেতে চাই মনের ওপারের সীমান্তে,
অসমাপ্ত যেখানে স্পর্শ করবে না আমায় ।
নীল হয়ে সবুজের আদলে গড়বো আবাসন,
নেই যেখানে বিদীর্ণ চিৎকার আর প্রহসন ।
হারিয়ে যেতে চাই পদার্থের বিভাজনে,
পরমাণুর বদলে কম্পোজিট কণিকা হয়ে ।
ক্ষুদ্র কায়া হয়ে মিশে যেতে চাই কন্ধে,
দ্বিপ্রহরের কণারা বেঁচে আছে যেই সন্দেহে ।
হারিয়ে যেতে চাই হারানো কোন পাতায়,
সুখ-দুখের সৃতিরা যেখানে হাসে আর কাঁদে ।
অসমাপ্ত যেখানে মিলনের আশায় উপনীত,
ঝাপটা হাওয়ার সেই গল্পে হব সমাহিত ।
হারিয়ে যেতে চাই মৃত কোন ইচ্ছার বেড়াজালে,
শেষ শূন্যটুকু যেখানে ভুলে গেছে স্বপ্ন বুননে ।
অপার অসীম ছায়ার অন্তরালে কমল সেজে,
বেঁচে থাকাকে জীবিত করবো আবার নেচে ।
হারিয়ে যেতে চাই শোকার্ত কোন বিভাজনে,
ত্রাসেরা দল বেঁধে যেখানে বিচরণ করে ।
ছায়াঘেরা স্বপ্নগুলো যেখানে দুদিকে চেয়ে আছে,
দেয়াল হয়ে বেঁচে থাকতে চাই তাদের মাঝে ।
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৬
মাহবুবুর রহমান শিমুল বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় সুন্দর ভাললাগা ।