![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
অজানা কোন অশরীরী ভাষার অন্তরাল,
মনের অজান্তে খুঁজে ফিরি মনকে ।
আশংকার গ্লানিতে কলুষিত করিনি তারে,
দিয়েছি হৃদয়, যা দিইনি অন্যরে ।
চাওয়াটুকু তোমার না পাওয়াই ছিল,
হৃদয়-সম দিতে পারিনি বলে ।
না বুঝেই শুধু আনন্দে মেতেছ,
ভাসিয়েছ দুঃখের জলে ।
তোমার চোখেতে দেখিনি দুঃখ,
শুধু ছিল হতাশার ছাপ ।
ভুল করে ভালোবাসার তরে,
জমিয়েছ দীর্ঘঃশ্বাস ।
ঘুম কেড়ে নিতে পারিনি তোমার,
পারিনি নিস্তব্ধতা ভাঙতে ।
নিজ কর্মে পদদলিত হয়ে,
হেরেছি নিজে নিজেরই কাছে ।
হৃদয় মলাটে দেয়ালি-কা হয়ে,
রয়ে যাবে চিরকাল ।
অন্তর্বাসে থাকা সৃতিগুলোও রবে,
উড়াবে না কোন নতুন পাল ।
©somewhere in net ltd.