নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।। ...... বিরাগের আগমন ! চলো স্বপ্ন-বুনি ......।।

২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:১০

জীবনের দামে একমুঠো সুখ কিনেছি,
ভেঙ্গে ফেলেছি সব অনাগত কষ্টকে ।
দ্বিমাত্রিক ভুবনে হঠাৎ কালের আবর্তন !
সেজেছে জীবন, এসেছে পরিবর্তন ।

মাতাল হাওয়াতে দুলেছি আনমনে,
গড়েছি প্রাসাদ, খড়কুটোর প্রণয়ে ।
ভাবনার দোলাচলে ভেসেছি জলে,
ভিড়তে চাইনি কখনে ওপারের দলে ।

জীবন চলছে যখন জোয়ারের টানে,
ভুলেছি দুঃখ তখন চেয়ে তার পানে ।
মেতেছে বিশ্বপাড়া পেয়ে আপন ভুবন,
ভাবিনি কখনো আসবে এই ক্ষণ ।

নিজের কারণে যে ছেড়েছে বাসা,
দিয়েছি মুক্ত করে, রাখিনি আশা ।
স্বপ্ন যদি বেচতে হয় দুঃস্বপ্নের হাটে,
কি লাভ তবে স্বপ্ন-বুননে ? পরের ঘাটে ।

তোমার মনে যখন বিরাগের আগমন,
সাধুবাদ জানাই তবে, হবোনা কৃপণ ।
ভালো থাকুন দূরের ও কাছের প্রতিটি মন,
ভালো কাটুক তোমাদের প্রতিটি ক্ষণ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.