![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
সীমার মাঝে যদি অসীমতা খুঁজে পেতে চাও,
তবে মানুষ হও, মানুষকে ভালোবেসে যাও ।
বাঁচিবার তরে যারা বেঁচে আছে হায়,
একটু কি আহার দিবে? দিবে কি ঠাই ?
তোমার চোখেতে যখন গরীবের অভাব,
ক্ষুধার্তদের আর্তনাদে ফেলবে কি প্রভাব ?
তুমিও মানুষ, সেও মানুষ, মানবতাই আসল ।
একটু কি খোঁজ নিবে ? নিবে কি কুশল ?
কাঠফাটা তাপেও যাদের নেই অভিপ্রায়,
তোমাদের তরে তারা প্রায় মৃতপ্রায় ।
আর কত অবহেলা ? একটু তাকাও,
দুখীদের মাঝে মাঝে একটু হাসাও ।
প্রাসাদের পাদদেশে যাদের শীতল নহর,
মূল্যহীন তাদের কাছে সব উষ্ণ প্রহর ।
ছাউনির নিচে যখন ছায়াদের আবাস,
বুঝবে তোমরা কিভাবে? দুঃখ কিংবা ক্লেশ ।
নিচু জাতের দোহাই দিবে, ইচ্ছে হলে পিষে দিবে,
সাহায্য যদি নাই করো ঘৃণা তবে কিসের বলে ?
মানবতার বর্ম পরে ঘুরে বেড়াও জলে স্থলে ,
কি করতে তখন তুমি ? থাকতে যদি তাদের দলে ।
মরণ হবে একদিন, সত্যি যদি জানো
তাহাদের জন্য তবে কিছু করছো না কেন ?
দুখীদের দুঃসময়ে পাশে থাক যদি ।
আল্লাহ্ তোমার সহায় হবেন, হবেন দুখের সাথী ।
©somewhere in net ltd.