নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।। .........স্মৃতির মানসপটে ......।।

২৮ শে মে, ২০১৫ রাত ১২:২১

মুক্ত বিহঙ্গের ডানা নিয়ে
স্বপ্ন দেখেছি কপাটিকার অন্তরালে ।
অপরাহ্ণে আমার হয়েছে প্রহর
ভেসেছি কালের উল্টো দিকে
সায়ন্তিকে তটে দিয়েছি বিদায় ।

স্মৃতির পাতায় আটকে আছি
লেপটে আছি নিষ্কলুষ বর্ণমালায় ।
অবলীলায় ভেসেছি স্রোতের টানে
অব্যক্ত সব কথার ঝুড়ি
স্পষ্ট প্রতিধ্বনি তুলছে মানস পটে ।

একবার তুমি সহাস্যে হেসে উঠেছিলে
আমি আমাদের মেয়েটাকে তার যা ইচ্ছে তা হতে দেব বলে ।
বলেছিলে – এতো আহ্লাদী করো না ,
মেয়ে তোমার মাথায় উঠবে
আমি এতো কিছু জানি না,
মেয়ে আমার ডাক্তার হবে ।

আমি আর কথা বলিনি ,
সাঁয় দিয়েছিলাম তোমার কথায়
অকপটে স্বীকার করে নিয়েছিলাম
তোমার সব হাসিমাখা আবদার ।
যদিও ছেলে কিংবা মেয়েতে তোমার প্রভেদ ছিল না ,
একটা হলেই তুমি খুশি ছিলে ।

তখনো আমাদের বিয়ে হয়নি, এখনো হয়নি
হয়নি কোন বটের মূলে আঁকড়ে ধরে পরে থাকা
হয়নি পরগাছা হয়ে একে অন্নের উপর লেপটে থাকা
হয়েছে শুধু স্বপ্ন দেখা, অগোচরে স্বপ্ন বোনা ।

আজও সৃতির পাতায় আটকে আছি
লেপটে আছি নিষ্কলুষ বর্ণমালায় ।
অব্যক্ত সব কথার ঝুড়ি
স্পষ্ট প্রতিধ্বনি তুলছে মানস পটে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.