নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

।। ...... ভালোবাসি তোমায় মা ......।।

১১ ই জুন, ২০১৫ রাত ১১:৪৪

জননী তোমায় চিনি নি আমি
বুঝি নি তোমার ভালোবাসার দাম ।
সময়ে অসময়ে করেছি রাগ
দেই নি তোমায় সুখের ভাগ ।
সহস্র ঘটনার আস্তাবলে
হারিয়ে যায় যে সময় অচেনা হয়ে
সন্তান হয়ে বাড়িয়েছি জ্বালা
পরিয়েছি তোমায় ব্যথার মালা ।

এইতো সেদিনের কথা –
সকাল দশটায় আচমকা তুমি ফোনে
নাস্তা খেয়েছিস বাবা কোন ক্ষণে ?
চিন্তা করোনা তো ! খাই আমি সবসময় ।
এখনো খাস নি বলেছে মায়ের হৃদয় ।
বলা কথাগুলো না হয়ে গেল
শুনে মায়ের অজানা ক্ষমতা ।
মা পৃথিবীর সবি জানে
জানেনা শুধু কষ্ট দিতে ।

মায়ের স্বপ্ন হবো রত্ন
থেকো পাশে মা আলো হয়ে ।
শত বাঁধাকে উপড়ে দিবো
ভালোবাসা যদি তোমার থাকে ।
(সংক্ষেপিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.