![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
জননী তোমায় চিনি নি আমি
বুঝি নি তোমার ভালোবাসার দাম ।
সময়ে অসময়ে করেছি রাগ
দেই নি তোমায় সুখের ভাগ ।
সহস্র ঘটনার আস্তাবলে
হারিয়ে যায় যে সময় অচেনা হয়ে
সন্তান হয়ে বাড়িয়েছি জ্বালা
পরিয়েছি তোমায় ব্যথার মালা ।
এইতো সেদিনের কথা –
সকাল দশটায় আচমকা তুমি ফোনে
নাস্তা খেয়েছিস বাবা কোন ক্ষণে ?
চিন্তা করোনা তো ! খাই আমি সবসময় ।
এখনো খাস নি বলেছে মায়ের হৃদয় ।
বলা কথাগুলো না হয়ে গেল
শুনে মায়ের অজানা ক্ষমতা ।
মা পৃথিবীর সবি জানে
জানেনা শুধু কষ্ট দিতে ।
মায়ের স্বপ্ন হবো রত্ন
থেকো পাশে মা আলো হয়ে ।
শত বাঁধাকে উপড়ে দিবো
ভালোবাসা যদি তোমার থাকে ।
(সংক্ষেপিত)
©somewhere in net ltd.