![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।
একবার মৃত্যু কিনতে গিয়েছিলাম
সিত কলেবর এক নদীর তীরে ।
উত্তাল ঢেউয়ের সাথে স্রোতের বিরোধিতা
আমায় ব্যথিত করেছে অনবরুদ্ধ গর্জনে ।
বড় মায়া হয়েছিল তখন জীবন প্রলয়ে
অধীনতার গতি-হীনতা আমায় বেঁধেছিল
অগত্যা খালি হাতেই ফিরে এসেছি ।।
একবার মৃত্যু কিনতে গিয়েছিলাম
সুখ দুখের পালাবদলের হাটে ।
আমার কষ্টগুলো নিতান্তই হেরে পালিয়েছে
অবিচলিত সব প্রবহমান কষ্টের ভীরে
আর্তনাদগুলো দৌড়ে পালাচ্ছিল এদিক ওদিক
সাহস পাইনি নতুন করে ধ্বংস হতে
অগত্যা খালি হাতেই ফিরে এসেছি ।।
একবার মৃত্যু কিনতে গিয়েছিলাম
রক্ত পিপাসী এক ফাঁসির কাস্টে ।
জল্লাদের আয়োজন যখন সপ্তা-কাশে
বস্রহীন প্রাণ অপেক্ষমাণ দেহান্তের নেশায়
বাকিটুকু দেখায় অভিপ্রায় তখন মৃতপ্রায় ।
পারিনি আর স্ববিরোধীতায় অনুপ্রাণিত হতে
অগত্যা খালি হাতেই ফিরে এসেছি ।।
একবার মৃত্যু কিনতে গিয়েছিলাম
ছলনাময়ী এক আঁধারের কাছে ।
মিশে যেতে চেয়েছিলাম তার মাঝে
আঁধার বলে “ আমার অস্তিত্ব নেই বাপু
আলোর আগমনেই আমার বিনাশ ।”
সসীমের মাঝে বিলাতে পারিনি নিজেকে
অগত্যা খালি হাতেই ফিরে এসেছি ।।
১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫২
মাহবুবুর রহমান শিমুল বলেছেন: ধন্যবাদ । আপনাকে শুভেচ্ছা রইলো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ রাত ১:৪৭
স্ব জীব (হাসান মেহেদী) বলেছেন: দারুণ লেগেছ,শুভেচ্ছা নিবেন।