নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুবুর রহমান শিমুল

বিশেষত্বহীন একটা মানুষ। স্রোতের বিপরীতে চলাই যার অভ্যাস। ভালো মানুষ হওয়ার কঠিন চেষ্টায় ব্রত! প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়ি । মানুষের উপকার করতে ভালবাসি। এই একটা কাজেই মনের শান্তি খুঁজে পাই। আগেই বলেছি আমি বিশেষত্বহীন তাই নিজের সম্পর্কে বলার মতো আর তেমন কিছু খুজেঁ পাচ্ছিনা।

মাহবুবুর রহমান শিমুল › বিস্তারিত পোস্টঃ

আমি মুসলিম

২০ শে জুন, ২০১৫ রাত ৩:৫৭

আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার
আমি মুসলিম, আলোর ঝলকানিতে হই নাকো নিস্তার
আমি মুসলিম, ছেড়েছি সব পাপিষ্ঠদের দরবার
অন্ধকারের কোলাহল থেকে আমি
হুঙ্কার তুলি আল্লাহু আকবার ।
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার
আমি মুসলিম, আমি মানি না কোন
বর্ণ কিংবা ধর্ম বিদ্বেষীদের হুঙ্কার
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

ইসলাম করেনি কাউকে কখনো তিরস্কার
ইসলামের ছায়াতলে মরেনি কোন অমুসলিম
হামলা হয়নি কোন গির্জা কিংবা চার্চে
তবে আর কিসের রীতি, কিসের নীতি ?
ইসলাম দিয়েছে যেথায় সাম্য-প্রীতি ।
আমি মুসলিম, আমি মানি না কোন
বর্ণ কিংবা ধর্ম বিদ্বেষীদের হুঙ্কার
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

আমি জানি প্রতিবেশীর হাহাকারের দাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে এসে ইসলাম দিয়েছে তাদের মান ।
বলেছেন রসূল-ততক্ষণ তুমি প্রকৃত মুসলিম নয়কো
যতক্ষণ তুমি প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিদ্রায় থাকো ।
আমি মুসলিম, এটাই আমার পথ চলার নীতি ।
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

অদ্বিতীয় খোদা তায়ালা হাশরের মাঠে
ডেকে বলবেন- আজ আমি কাহহার
সব জালেমের হবে বিচার পাবে না
কোন মুসলিমও আজ নিস্তার ।
তবে আর কিসের রীতি, কিসের নীতি ?
খোদা যেখানে দেখায়নি প্রীতি ।
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

পরের কারণে দেখালে প্রীতি, এটাই কি
তোমার ধর্ম নিরপেক্ষ রীতি ?
যদি সাহস থাকে তবে হও আগুয়ান
বল- স্টপ কিলিং রোহিঙ্গা অ্যান্ড
স্টপ কিলিং অন সিরিয়া অর ফিলিস্তিন ।
আমি মুসলিম, আমি মানি না কোন
বর্ণ কিংবা ধর্ম বিদ্বেষীদের হুঙ্কার
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

শান্তিতে তুমি নোবেল পাবে অং সান সুচি
তোমার দেশে অশান্তির নক্ষত্র-রাজি ।
কোন রীতিতে আছে জাতি নাকি এটাই
তাদের রাজনীতির রীতি ?
আমি মুসলিম, আমি মরতে আসিনি
আসিনি কোন দালালের দালালি করতে
অন্ধকারের বক্ষ-ভেদী আনবো আবার আলোর জ্যোতি
এটাই আমার ধর্ম নিরপেক্ষ রীতি ।
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

আমি মুসলিম, আমি কাঁদতে আসিনি
ভেঙে দিবো আজ অন্যায়ের সব বিষদাঁত
ফুঁসে উঠা সব পিপীলিকার মুখে
দিব একটু নিদ্রা কিংবা আহার ।
সাম্য- সমের উদারনীতি
থাকবে না কোন দ্বন্দ্বের স্মৃতি ।
আমি মুসলিম, এটাই আমার পথ চলার নীতি ।
আমি মুসলিম, আমি মানি না কোন
বর্ণ কিংবা ধর্ম বিদ্বেষীদের হুঙ্কার
আমি মুসলিম, অমানিশায় আমি দুর্বার ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ সকাল ৯:৪০

মৃত্যুর পথযাত্রী বলেছেন: খুব ভাল লাগল, ধন্যবাদ

২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৯

মাহবুবুর রহমান শিমুল বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.