![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতে ইসলামের কর্মসূচীতে যারা সরাসরি এবং মৌন সমর্থন জানিয়েছেন, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন ?????
১. লং মার্চের জন্য ৪ কোটি টাকার গাড়ি ভাড়া করা হয়েছে। এই টাকা কোত্থেকে আসলো? হাটহাজারি মাদ্রাসা নিশ্চয়ই আলাদীনের চেরাগ পায় নাই!
২. 'ওরা আমাদের রাজাকার বলে, তাই আমরা ওদের নাস্তিক বলি'.... হেফাজতে ইসলামের নেতার এই বক্তব্য কি ইসলাম সমর্থন করে?
৩. ইসলাম এবং বাংলাদেশের আইনে কোথাও নাস্তিকদের শাস্তির বিধান নেই। শাস্তির বিধান আছে কেবল কটূক্তিকারীদের জন্য। এটা যুক্তিসঙ্গতও। কিন্তু হেফাজতে ইসলাম কেন সব নাস্তিকদের ফাসি চায়?
৪. যারা ধর্ম নিয়ে কটূক্তি করে বলে অভিযোগ, ব্লগ-ফেসবুকের জন্ম থেকেই তারা কটূক্তি করে আসছে। গত ২ মাসে কিন্তু বলতে গেলে তারা কোনো কটূক্তিই করেনি এবং লেখালেখি করছে গত ৭ - ৮ বছর । তো তাদের বিরুদ্ধে এতদিন কেন এভাবে জেহাদ ঘোষণা করা হয়নি? নাকি যুদ্ধাপরাধীদের ফাসির দাবি উঠেছে বলেই এদের 'নাস্তিক' আখ্যা দিয়ে সাধারণ মানুষদের সহানুভূতি পাওয়ার চেষ্টা?
৫. গণজাগরন মঞ্চের সঙ্গে জড়িতদের মধ্যে বড়জোর ২-৩ জন নাস্তিক আছেন। কটূক্তিকারী নাস্তিকরা কিন্তু দূরে দূরেই ছিল। তো এই ২-৩ জনের জন্য আপনারা কেন সবাইকে 'নাস্তিক' উপাধি দিচ্ছেন?
৬. অন্যদিকে বিএনপিও এদের নাস্তিক বলছে। অথচ আওয়ামীলীগ-বিএনপিতেও কিন্তু কিছু নাস্তিক রয়েছেন। তাহলে এই দুটো দলকে কেন 'নাস্তিক' উপাধি দেওয়া হচ্ছে না?
১. লং মার্চের জন্য ৪ কোটি টাকার গাড়ি ভাড়া করা হয়েছে। এই টাকা কোত্থেকে আসলো? হাটহাজারি মাদ্রাসা নিশ্চয়ই আলাদীনের চেরাগ পায় নাই!
২. 'ওরা আমাদের রাজাকার বলে, তাই আমরা ওদের নাস্তিক বলি'.... হেফাজতে ইসলামের নেতার এই বক্তব্য কি ইসলাম সমর্থন করে?
৩. ইসলাম এবং বাংলাদেশের আইনে কোথাও নাস্তিকদের শাস্তির বিধান নেই। শাস্তির বিধান আছে কেবল কটূক্তিকারীদের জন্য। এটা যুক্তিসঙ্গতও। কিন্তু হেফাজতে ইসলাম কেন সব নাস্তিকদের ফাসি চায়?
৪. যারা ধর্ম নিয়ে কটূক্তি করে বলে অভিযোগ, ব্লগ-ফেসবুকের জন্ম থেকেই তারা কটূক্তি করে আসছে। গত ২ মাসে কিন্তু বলতে গেলে তারা কোনো কটূক্তিই করেনি এবং লেখালেখি করছে গত ৭ - ৮ বছর । তো তাদের বিরুদ্ধে এতদিন কেন এভাবে জেহাদ ঘোষণা করা হয়নি? নাকি যুদ্ধাপরাধীদের ফাসির দাবি উঠেছে বলেই এদের 'নাস্তিক' আখ্যা দিয়ে সাধারণ মানুষদের সহানুভূতি পাওয়ার চেষ্টা?
৫. গণজাগরন মঞ্চের সঙ্গে জড়িতদের মধ্যে বড়জোর ২-৩ জন নাস্তিক আছেন। কটূক্তিকারী নাস্তিকরা কিন্তু দূরে দূরেই ছিল। তো এই ২-৩ জনের জন্য আপনারা কেন সবাইকে 'নাস্তিক' উপাধি দিচ্ছেন?
৬. অন্যদিকে বিএনপিও এদের নাস্তিক বলছে। অথচ আওয়ামীলীগ-বিএনপিতেও কিন্তু কিছু নাস্তিক রয়েছেন। তাহলে এই দুটো দলকে কেন 'নাস্তিক' উপাধি দেওয়া হচ্ছে না?
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
বিবেকহীন সন্জু বলেছেন: ১। প্রথম আলো যেটা লেখে সেটা ভন্ডামী.... আমার দেশ যেটা লিখে সেটা ঈমামী...
২। যখন দেখেছেন ব্লগে ইসলাম ধর্মকে নিয়া কুটুক্তি করা হচ্ছে তখন প্রতিবাদ করেন নাই কেন... সব ব্লগার তো নাস্তিক না,আর সব নাস্তিক তো ধর্মকে নিয়া কুটুক্তি করে না।
৪। আপনি তো একজন সচেতন নাগরিক, আপনি তে দেখছেন আপনি কিছু করেন নাই কেন ??? আর আমার দেশ আগে কি অন্ধ ছিল, নাকি জামায়তের নেতাদের ধরার পর তাদের স্বার্থে ঘা লাগছে বলে দেখা শুরু করছে।
৫। যাদের কে ধরছে তারা সবাই কি এর সাথে জড়িত ???
ইসলাম ধর্মকে নিয়া কুটুক্তি করা হচ্ছে বলে তাদের প্রতিবাদ কা স্বাগত জানাই,কিন্তু যখন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হয়েছিল, তাদের প্রধান উপাসনালয় ভাঙা হয়েছিল, আগুন দিয়েছিল তখন তো তারা কিছু বলেনি, তাদের আন্দোলনটা আরো ন্যায় সঙ্গত হতো যদি তারা বলত সকল ধর্ম অবমানোনাকারীদের বিরুদ্ধে তাদের এই লংমার্চ, কই তারা তা একবারও তো বললো না....
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২
বাংলার হাসান বলেছেন: শালার আবাল জনগন এইডাও বুঝেনা, শামীম উসমানের মত আওয়ামী নেতা দলীয় হাই কমান্ডরে ইশারা ছাড়া হেফাজতের পক্ষ নেয় নাই।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ১)
ব্যবসায় মনে হয় শুধু আওমীলীগ বিএনপি আর জামাত ছাড়া কেউ করে না ?
লু টাইপের প্রশ্ন -
২) বেপারটা রাজনীতিক
৩) বিচার নাস্তিকদের নয় কুটক্তিকারীদের জন্যই--- যে কোন ধর্মের নামে কুটক্তিকারিদের বিচার হওয়া প্রয়োজন -
৪) ব্যাপারটা রাজনীতিক + জানতো না অনেকেই আবার কেউ কেউ প্রচুর যুক্তি দ্বারা বুঝাতে চেয়েছে এর আগে - ( যদি না আমার চোখ নষ্ট হয় তাহলে তাই দেখছি )
৫) আবার ব্যাপারটা রাজনীতিক - কিছুটা ব্যাপকতা তো আছেই -
6) হিহিহি - নাস্তিক কি সেটা আপনি আসলে জানেনই না - শাস্তি দাবী করা হইতাছে কুট + উক্তি কারিদের -
আর পুরো ব্যাপারটাই রাজনীতি - যদি রাজনীতি না বুঝেরন তাইলে আঙ্গল চুষেন - কামে দিবো-
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০
ফাহীম দেওয়ান বলেছেন: @ শিরোনাম বলেছেন -
কারন এতোদিন কোন পত্রিকা আমাদের দেশের মতো করে এই জিনিসগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেনি।
- তাইলে আমার দেশ এই ইমানি দায়িত্বটা আগে পালন করেনি, বলে আপনার মনে কি কোন প্রশ্নই আসেনা যে আমার দেশ কি *ল টা ফালাইছিলো এতদিন, নাকি গনজাগরন মঞ্ছকে প্রশ্ন বিদ্ধ করার জন্য তার এই মিশন। তারা লিখতে পারতো কতিপয় ব্লগার এমন কুরিচি পুর্ন কথা লিখেছে। কিন্তু পুরো একটা অবমাননাকর লেখা পাব্লিক কে গলাধ করন করিয়ে এর প্রচারটা কি খুবি সহী কাজ বলেই আপনি মনে করেন ? মনে রাইখেন সকল নাস্তিকই ধর্ম অবমাননা করা নাস্তিক নয়। আর এক দোষে দোষী একজন যদি অন্য কোন ন্যায় সঙ্গত দাবী তুলে সেটাও অন্যায় হয়ে যায় না।
সবচেয়ে বড় কথা হইলো গনজাগরন মঞ্ছ থেকে কোন কথাটা বলা হয়েছে বা কাজটা করা হয়েছে যা কিনা ধর্ম অবমাননাকর হতে পারে ?
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২২
কালো স্বপ্ন বলেছেন: ভাই এসব প্রশ্ন অবান্তর।রাজাকারের ফাসির জন্য সবাই যেমন শাহাবাগে একত্র হয়েছিল তেমনি আলেম ওলামারা নাস্তিক ধর্মাধ্রোহীদের শাস্তির দাবীতে লংমার্চ করছে।শাহাবাগের একমাসের উপর টানা আন্দোলন হয়েছে....আমরা সেখানে দেখেছি সাধারন মানুষ,এমনকি রিক্স্রাওয়ালা পর্যন্ত অর্থিক সাহায্য করেছে।আর হেফাজতে ইসলামের কর্মসূচিতে ধর্মপ্রান মানুষেরা অর্থিক ভাবে সাহায্য করে নাই ভাবলেন কিভাবে??
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮
আমি মেহমান বলেছেন: হেফাজতে ইসলামের কর্মসূচীতে কারো ঘাবড়াবার কারন নাই- তাই আমার বিশ্বাস। আস্তিক, নাস্তিক, ইমানদার, বেইমান - কারো ভয়ের কারন নাই।
তবে হ্যা, যারা মুসলমান নামদ্বারী কিন্ত কাজে কর্মে ইসলামের ঘোর দুশমন - তাদের বাচার পথ দুইটা বলে মনে হ্য়:
১। ইসলাম বিদ্বেসী সব কাজ-কাম তাওবা করে ছাড়া
২। মুসলমান নামটা পরিত্যাগ করা
রাস্তা সোজা!!
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১
অসীম দিগন্ত বলেছেন: শুধু মন্তব্য করার জন্য লগইন করলাম।
আপনি কি উত্তর দিতে পারবেন, কওমী মাদ্রাসার প্রায় ১ কোটি দরিদ্র এতিম ছাত্রর বছরের পর বছর থাকা খাওয়া আর পডাশুনার খরচ কেমনে চলে। মনে করার কোনো কারন নাই দাদা শুধু আপনাদের একারই আছে, তাদেরও দাদা আছে। এদেশে এখনও বহু নির্দোলীও লোক আছে যারা আল্লামা সাফি মানুষ যদি অনুমতি দেয়, চাওয়ার ও দরকার নাই -- নিগের সম্পত্তির একটা বড অংশ দিয়ে দিবে।
আল্লামা সাফি সাহেবের মানু্ষকে জামাতের সাথে তুলোনা করতে জাইয়েন না, গদাম খাইতে পারেন।
আজকের এই অবস্হা সরকারের জন্যই হইছে। তারা তাদের দাস মাওলানা মাসউদকে ৫০ জন লোকসহ মতিঝিল ব্লক করে সমাবেশ করার অনুমতি দেয়। তাহলে আল্লামা সাফি সাহেবরা কেলো পাবেন না।
আর লাস্তিকতার এক জিনিস আর ধর্ম অবমাননা এক জিনিস। আপনি আপনার নাস্তিকতা নিজের মধ্যে রাখেন। লেদাইতে আসলেই প্রবলেম। মেজরিটিকে আপনার রেসপেক্ট করতে হবে। বাংলাদেশে আপনি গরূ জবাই করতে পারেন সমষ্যা না। ভারতে গরূ জবাই এর কথা চিন্তাও করতে পারবেন না।
এটাই স্বভাবিক। একগনের ফেসবুক থেকে নিচের লেখাটি দিলাম, পডে নি্যেন:
Amin Baig
শুনেছি কেউ একজন সংবাদ সম্মেলনে বলেছেন,
" আমরা কুরআন হাদিস পড়েছি, অর্ধশিক্ষিত কাঠমোল্লাদের চেয়ে কুরআন হাদিস কোন অংশে কম বুঝিনা। কুরআন হাদিসের কোথাও রাসুল (সঃ) এর অবমাননার জন্য জাগতিক কোন শাস্তির বিধান নেই।"
আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন এবং পথভ্রষ্টকারীদের হাত থেকে বাচান।
আসুন আমরা কুরআন ও হাদীসের দিকে একটু চোখ বুলিয়ে নেই। রাসুলে (সাঃ) এর সম্মান, ভালোবাসা এবং অবমাননার জন্য জাগতিক কোন শাস্তির বিধান কি?
(সূরা তাওবা : ২৪)
(সূরা হাশর : ৭)
(সূরা নূর : ৫১)
(হযরত আনাস রা.-এর সূত্রে, বুখারী, কিতাবুল ঈমান, হাদীস : ১৫; মুসলিম, কিতাবুল ঈমান,হাদীস : ১৭৭)
(সহীহ বুখারী, হাদীস : ৪০৩৭)
(সীরাতে ইবনে হিশাম ৪/২৮২)
(সহীহ বুখারী, হাদীস : ৪০৩৫)
(আলকামিল ইবনুল আছীর ২/১৬৯)
(তারীখে হিসপানিয়া ১/২০০)
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৫
ব্লগার রানা বলেছেন: ১। লোক তো আর খালি হাট হাজারি থেকে আসতেছে না, টাকা টাও ওভাবে আসবে বলে আসা করি।
২। ঐ কথা কে কবে বলছে?????
৩। এইটা অবশ্য ওনারা বাড়াবাড়ি করতেছে,,,,, minimal rate এর একটা শাস্তি দেওয়া প্রয়োজন,
৪। তখন এ সম্পর্কে ওনাদের কোন ধারণাই ছিল না, আপনি
মনে করেন জানলে ওনারা ঘরে বসে থাকতো?????????????//
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫০
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আমার দেশ কখন ধর্ম নিয়ে কুটুক্তি কারিদের ব্যপারে লিখেছে ???? কখন থেকে নাস্তিকদের ব্যপার গুলা খোলা খুলি ভাবে সবার সামনে আসছে ???? যদি গোল্ড ফিসের মেমোরি না হয়ে থাকে তাহলে নিশ্চয় মনে থাকার কথা ,,,,,
রাজিব কে নিয়ে শাহবাগের ঐ নাটকের কথা নিশ্চয় মনে আছে ???
যদি মনে থাকে তাহলে এবার হিসাব টা মিলিয়ে নিন
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাইয়েরা
চলেন আমরা আমাদের সময়টা ব্লগ বা ফেসবুকে অন্যের গীবত না করে সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করি। জীবন দুই দিনের, ইহজগতের এসব সিলসিলায় না জড়িয়ে নামাজ, জিকির, রোজা রেখে সিরাতুল মুস্তাকিম এর দিকে চলতে শুরু করি। আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন, আমিন
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬
গোয়েন্দাপ্রধান বলেছেন: hefajot bolese islam obomanona kari bloger er sasti amra sobai tk debo tution kori sekan teke 2k taka to dite parbo evabei hbe .islam er obomanona edese onek age tekei hoye astese hu ajad samsur rahman anisul hak taslima jafar ikbal etc nana somoy islamer kotukti krle alem gon er birodita kresen kin2 public er nojore esb leka asto na kin2 ebar eder mukhos kulese
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এত মার খাইলেন উপরের জবাব গুলাতে, তাও উত্তর দিলেন না, কই পালাইলেন?
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮
গোয়েন্দাপ্রধান বলেছেন: ei long march e jara jaccen tara sobai islam prio .ekane tarai tk er jogan deben nij pocket theke .ei tk allah sontusti er jnno khroc kora hocce
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
তাজুল_ইসলাম বলেছেন: শিরোনাম কে ধন্যবাদ দিচ্ছি উপযুক্ত জবাব দেওয়ার জন্য। ইসলামের কাজে খরচ করার মত হাজার হাজার লোক এখনো দেশে আছে।
ওরা আমাদের রাজাকার বলে, তাই আমরা ওদের নাস্তিক বলি' মিথ্যাচারের একটা সীমা থাকা প্রয়োজন। প্রথম আলু কে গদাম দেওয়া দরকার। তাদের ব্যঙ্গ চিত্রের কথা আমরা ভুলিনি।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০০
শিরোনাম বলেছেন: ১. লং মার্চের জন্য ৪ কোটি টাকার গাড়ি ভাড়া করা হয়েছে। এই টাকা কোত্থেকে আসলো? হাটহাজারি মাদ্রাসা নিশ্চয়ই আলাদীনের চেরাগ পায় নাই!
প্রথমতঃ প্রথম আলোর ঐ রিপোর্ট একটা ুদনা রিপোর্ট। যা হলুদ সাংবাদিকতা। পারসোনা ইস্যু, পরিমল ইস্যুতে ইতিমধ্যে মানুষ প্রথম আলোর ভন্ডামী বুঝতে পারছে।
সারা বাংলাদেশ থেকেই লোকজন আসবে। আমার পরিচিত প্রচুর আওয়ামীলীগের নেতা-কর্মীরা পর্যন্ত নিজের খরচে এই প্রোগ্রামে আসতেছে। কারন তারা ইসলাম ধর্ম অবমাননাকারীদের বিচার চায়।
২. 'ওরা আমাদের রাজাকার বলে, তাই আমরা ওদের নাস্তিক বলি'.... হেফাজতে ইসলামের নেতার এই বক্তব্য কি ইসলাম সমর্থন করে?
কে বলছে এইটা? রেফারেন্স দেন। এই ধরণের ছাগলমার্কা বিভ্রান্তিমূলক কথা ছড়াইয়া লাভ নাই। আমরা যারা ব্লগিং করি তারা দেখেছি ব্লগে কিভাবে ইসলাম ধর্মকে নিয়া কুটুক্তি করা হয়। কিভাবে নবী-রাসূলদের গালাগালি করা হয়।
৩. ইসলাম এবং বাংলাদেশের আইনে কোথাও নাস্তিকদের শাস্তির বিধান নেই। শাস্তির বিধান আছে কেবল কটূক্তিকারীদের জন্য। এটা যুক্তিসঙ্গতও। কিন্তু হেফাজতে ইসলাম কেন সব নাস্তিকদের ফাসি চায়?
হেফাজত ইসলাম কুটুক্তিকারী নাস্তিকদের ফাঁসি চায়। তবে আমি মনে করি প্রচলিত আইনে তাদের জেল-জরিমানা করে শুধরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।
৪. যারা ধর্ম নিয়ে কটূক্তি করে বলে অভিযোগ, ব্লগ-ফেসবুকের জন্ম থেকেই তারা কটূক্তি করে আসছে। গত ২ মাসে কিন্তু বলতে গেলে তারা কোনো কটূক্তিই করেনি এবং লেখালেখি করছে গত ৭ - ৮ বছর । তো তাদের বিরুদ্ধে এতদিন কেন এভাবে জেহাদ ঘোষণা করা হয়নি? নাকি যুদ্ধাপরাধীদের ফাসির দাবি উঠেছে বলেই এদের 'নাস্তিক' আখ্যা দিয়ে সাধারণ মানুষদের সহানুভূতি পাওয়ার চেষ্টা?
কারন এতোদিন কোন পত্রিকা আমাদের দেশের মতো করে এই জিনিসগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেনি।
৫. গণজাগরন মঞ্চের সঙ্গে জড়িতদের মধ্যে বড়জোর ২-৩ জন নাস্তিক আছেন। কটূক্তিকারী নাস্তিকরা কিন্তু দূরে দূরেই ছিল। তো এই ২-৩ জনের জন্য আপনারা কেন সবাইকে 'নাস্তিক' উপাধি দিচ্ছেন?
পুরা গণজাগরন মঞ্চ নাস্তিকদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে প্রমান করেছে তারাও এর সমর্থক। তাই নয় কি?
৬. অন্যদিকে বিএনপিও এদের নাস্তিক বলছে। অথচ আওয়ামীলীগ-বিএনপিতেও কিন্তু কিছু নাস্তিক রয়েছেন। তাহলে এই দুটো দলকে কেন 'নাস্তিক' উপাধি দেওয়া হচ্ছে না?
বিএনপিতে নাস্তিক কেডা? আর আওয়ামীলীগে কেডা? নাম বলেন?