![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন হুজুর গতকাল হেফাজতে ইসলামের সমাবেশ থেকে বলেছেন এই দেশের হিন্দু থাকতে পারবে, খ্রিষ্টান থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, কিন্তু নাস্তিক থাকতে পারবে না। হুজুর আপনার হজ্জ করার সৌভাগ্য হয়েছে কি না আমি জানি না। ধর্ম নিয়ে বাড়াবাড়ির পক্ষে আমি নই, কারণ ধর্ম বিষয়টা এত বিশাল যে আমার মত নাদান মানুষের পক্ষে এর এক্সপার্ট হওয়া সম্ভব নয়। বেয়াদবি মাফ করবেন কেবল জানতে চাচ্ছিলাম যে, "নাস্তিকদের বিষয়ে যদি কোর'আনের কোন আয়াত থাকে যে তাদের দেশ ত্যাগে বাধ্য করা যাবে।"
সেই সাথে ঐ হুজুরের কথায় অনুসারে একটু বলতে চাই, বেয়াদবি নিবেন না যেন। হিন্দু ধর্মে নাস্তিক্যবাদ আছে, এখন কি যারা নাস্তিক্যবাদ চর্চা করে তাদের দেশ থেকে বের করে দেয়া লাগবে?
“স্রষ্টা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই ।
>বেদাঙ্গ উপনিষদ, অধ্যায় ৬, পরিচ্ছেদ ২, অনুচ্ছেদ ১
“তার কোন প্রভু নেই । তার কোন মালিক নেই । তার কোন বাবা মা নেই । তার চেয়ে বড় কেউ নেই ।“
>সেথাসূত্র উপনিষদ, অধ্যায়ঃ ৬, অনুঃ ৯
“স্রষ্ট্রা নিরাকার । তাকে কেউ চোখে দেখতে পায় না ।”
>সেথাসূত্র উপনিষদ, অধ্যায়ঃ ৬, অনুঃ ২০
“সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র ।”
>যজুর্বেদ, অধ্যায়ঃ ৪০, অনুঃ ৮
“সত্য একটাই, স্রষ্টা একজনই । জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকে ।”
>ঋগবেদ, গ্রন্থঃ ১, অনুঃ ১৬৪, পরিঃ ৪৬
“ঈশ্বর মাত্র একজনই । দ্বিতীয় কেউ নেই । কেউ নেই, কেউ নেই, কখনও কেউ ছিলও না ।”
>ব্রহ্মসূত্র
“ঈশ্বর সর্বশক্তিমান । যাবতীয় পৃথিবীর সমূহের প্রভু ।”
>ভগবতগীতা, অধ্যায়ঃ ১০, অনুঃ ৩
“সৃষ্টিকর্তার সমতূল্য কেউ নেই । তাহার মত কিছুই নাই ।”
>যজুর্বেদ, অধ্যায়ঃ ৩২, অনুঃ ৩
যেমন কারোর
পারিবারিক নামঃ তুষার কৃষ্ণ মন্ডল
ফেবু নিকঃ রোদেলা তুষার
মিগ৩৩: Cold_tushar
প্রিয় কিছু মানুষ ডাকেঃ তন্ময়
ঘুরে ফিরে ব্যক্তিটা একজনই
ঈশ্বর এক এবং অদ্বিতীয় । তিনি ব্রহ্মারূপে সমগ্র বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি করেছেন, বিষ্ণুরূপে তাঁর সৃষ্টিকে লালন করছেন, শিবরূপে ধ্বংস করবেন এই সুন্দর পৃথিবী । সনাতন/হিন্দু ধর্মে সর্বমোট ৩৩ মিলিয়ন দেবদেবীর কথা বলা হয়েছে, কিন্তু স্রষ্টা একজন ।
উইকিতে পেলামঃ হিন্দুধর্মে একেশ্বরবাদ , বহুদেববাদ , সর্বেশ্বরময়বাদ , অদ্বৈতবাদ , নাস্তিক্যবাদ – সকল প্রকার বিশ্বাসের সমাহার দেখা যায় । তাই হিন্দুধর্মে ঈশ্বর ধারণাটি অত্যন্ত জটিল (হয়ত এজন্যই কেউ সহজেই দিকভ্রান্ত হয়) । এই ধারণা মূলত নির্দিষ্ট কোনো ঐতিহ্য অথবা দর্শনের উপর নির্ভরশীল । কখনও কখনও হিন্দুধর্মকে হেনোথেইস্টিক ধর্ম (বহু দেবতা অস্তিত্ব স্বীকার করার পাশাপাশি এক ঈশ্বরে বিশ্বাসী ধর্মব্যবস্থা) বলে উল্লেখ করা হয়। তবে এধরনের বর্গীকরণ অতিসরলীকরণের নামান্তর ।
বাংলাদেশ যতটা মুসলমানের, ততটা হিন্দুদের, ঠিক ততটাই খ্রিষ্টানদের । দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করুন, নামাজ পড়ুন । নিশ্চয়ই তিঁনি আমাদের ডাকে সাড়া দেবেন ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
বিবেকহীন সন্জু বলেছেন: আমিও সেটাই চিন্তা করছি.....
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: পৃথিবীটা হোক গণমানুষের
পরাজিত হোক ধর্মব্যবসায়ীরা
Click This Link
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
নৈকষ্য বলেছেন: নিজে কেমন মানুষ তা কোনো দিন জানলাম না, খুব হেফাজত..পাপ ভরা মন মানুষ চিনলাম না, খুব হেফাজত।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
নামহীন একজন বলেছেন: এই সহজ কথাগুলো কবে যে সবাই বুঝতে পেরে শান্তিতে বসবাস করতে শিখবে ???????