![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন টির কথা এখনও স্পষ্ট মনে পড়ে। ৩০ জুন ২০০৭। ক্যাম্পাস শুরু হবার ঠিক আগের দিন। চারপাশের সব নতুন মুখ আর নতুন কিছু স্বপ্নের ছড়াছড়ি। তার ভিড়ে ছোটো ছোটো পরিচয়। জীবন কে আবিষ্কারের নেশা। ধীরে ধীরে জগত টা বড় হতে থাকে। ধুয়ার ঘূর্ণিতে চা এর কাপে এক চুমুক কিংবা অসমাপ্ত হাজারো আড্ডার ভিড়ে মিশে যায় বেঁচে থাকার ভিন্ন স্বাদ , জন্ম নেয় অর্থহীন কিছু বিচিত্র ভাল লাগা। একটা ঘোরের মাঝে কেটে যায় অদ্ভুত সব মুহূর্তগুলো। দিন শেষে ফিকে হয়ে আসে অব্যক্ত ভাল লাগা,আপন ভুবনে হারিয়ে যায় এক এক করে সব চেনা মুখ, বদলে যায় পরিচিত জগত টা। ছন্নছাড়া রঙ্গিন জীবন টা হয়ে যায় অনেক টা বর্ণহীন শৃঙ্খলতায় আবদ্ধ । তবু থেকে যায় অবশিষ্ট পিছুটান। ঠিক ৬ বছর পরেও তাই আজ সেই দিনটা একটু পেছন ফিরে দেখা........
প্রিয় সাস্ট তোকে অনেক মিস করি
২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১২
সোহেল সি এস ই বলেছেন: সাস্টের ফেলে আসা সেইসব দিনগুলি এখনও নস্টালজিক করে দেয়। মিস ইউ সাস্ট।
৩| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
নিঃশব্দ শিশির! বলেছেন: ২০০৭ ! আমার রমরমা সময় কেটেছে...!! ২০০৯ এ ক্যাম্পাস থেকে চলে এসেছি, এখনও মনে পড়ে , সারা জীবন হয়তো ,,হাত ছানি দিয়ে ডাকবে, প্রিয় সাস্ট....!!!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই স্মৃতি তাড়িয়ে বেড়ায়
জীবনের ফেলে আসা কিছু স্বপ্ন