নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

আসসালামু আলাইকুম!

১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

আমাদের তিন বন্ধুর আলাদা একটা জগত আছে এবং সেই জগতে আমি, Tausif আর Sajjad ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই! আমাদের তিন বন্ধুর কমন একটি বৈশিষ্ট্য হল, তিনজনই শুদ্ধভাবে সালাম দেই বা দেবার চেষ্টা করি সবসময়। এরমধ্যে তাওসিফ খুব সম্ভবত জন্মের পর থেকেই শুদ্ধভাবে সালাম দেয় আর সাজ্জাদকে স্লামালাইকুম থেকে আসসালামু আলাইকুম এ কনভার্ট করেছিল তার সুন্দরী (!?) ছাত্রীর বড় বোন......... বেশ ইনটেরেস্টিং কাহিনী! আমার ধারণা সেই আপুটিও খুব সম্ভবত যথেষ্ট সুন্দরী ছিল আমার বাকি দুই বেস্ট ফ্রেন্ডের কথা জানিনা তবে গত ছয় সাত বছরে শুদ্ধভাবে সালাম দেবার কারণে আমাকে বেশ অনেকবার পচানি খেতে হয়েছে।
আগের অফিসের বস একবার মজা করেই বলেছিল, তানিমকে ফোন দিলে সালাম দিতে দিতেই এক মিনিট টকটাইম শেষ করে ফেলে। আবার অফিসের কলিগরা সবাই মিলে একটা বড় কার্ডে বার্থডে উইশ করে। সেখানেও কেউ কেউ হ্যাপি বার্থডে তানিম না লিখে আসসালামু আলাইকুম তানিম লিখে! আই নেভার মাইন্ড। আর ব্যাংকের রিলেশনশীপ ম্যানেজার হিসেবে আমাদের কাজের ধরনটাই এরকম না চাইলেও সারাদিনে এভারেজে অন্তত পঞ্চাশজনকে সালাম দিতে হয়! তবে মাঝে মাঝে আমিও স্লামালাইকুম বলে ফেলি, তবে সেটা নিতান্তই অনিচ্ছাকৃত... কখনোই ইচ্ছাকৃত নয়
খুব ছোটবেলায় একবার বিটিভিতে একটা প্রোগ্রামে দেখেছিলাম, হুজুর বলছেন স্লামালাইকুম আর আসসালামু আলাইকুম এর অর্থ নাকি সম্পূর্ণ বিপরীত! সালাম দিয়ে আপনি মনে মনে আপনার প্রিয় মানুষটির উপর শান্তি বর্ষিত হোক কামনা করছেন অথচ স্লামালাইকুম বলে মনের অজান্তেই আপনি ওনার অমঙ্গল কামনা করছেন! এই তথ্য কতটুকু সত্য জানিনা কেননা স্মৃতিচারণ ছাড়া এই মুহূর্তে আর কোন রেফারেন্স নাই। তারপরও সবসময় চেষ্টা করি কেউ ভুলভাবে সালাম দিলে শুধরে দিতে যতই আমাকে পাকনা মনে করুকনা কেন
আরেকটা কথা, ভুলভাবে সালাম দেওয়া আর সালামের জবাব না দেওয়া অথবা মনে মনে জবাব দেওয়া কিন্তু একই মুদ্রার এপিঠ-ওপিঠ!
Lets start practicing from right now........ ‪#‎Assalamu_Alaikum‬

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন: Sahih Bukhari: Volume 1: (20) CHAPTER.
To greet is a part of Islam

'Ammär said, "Whoever acquires the following three qualities will acquire faith:
1. To treat others as one likes to be treated by others.
2. To greet everybody (known and unknown).
3. To spend (give charitable gifts) in Allah's Cause, in spite of poverty."

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

শিস্‌তালি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! আসসালামু আলাইকুম :)

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২০

মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন: ওয়া লাইকুম আস সালাম ওয়া রাহমাতুল্লাহ

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৫

মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন: এটা কি পড়েছেন? পড়ে আসুন, ভালো লাগতে পারে।
http://www.somewhereinblog.net/blog/MankindAtLoss/29934993

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

ওয়ালাইকুমআসসালাম।
আমি নিজেও শুদ্ধভাবে সালাম দেই ।

...
আপনি সম্ভবত বিসর্গ গল্প সংকলনের কথা বলেছিলেন ।
আমি পোস্টে আপডেট করে দিয়েছি সব তথ্য সহ।
শুভকামনা রইল ।

ওহ...ফেসবুক লিঙ্ক যা দিয়েছেন তা সার্চ দিয়ে প্রথমে কিছু পাইনি পরে নিজে থেকে একটা "এল" যোগ করে যাকে পেলাম... https://www.facebook.com/shistal :D

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

শিস্‌তালি বলেছেন: হাহাহাহা ওই সময় ডিএক্টিভেট ছিল.। অনেক ধন্যবাদ ভাইজান https://www.facebook.com/shista

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.